মোঃ রোমান আকন্দ,
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ-
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরের মালিবাড়ি ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড কিশামত ফলিয়া মালিবাড়ি জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা
আয়নাল হকের স্ত্রী মমতা বেগম।তিনি মানসিক ভাবে সুস্থ নন।তাইতো তাকে গেল কয়েকদিন থেকে খুজে পাওয়া যাচ্ছে না।এমন বিষয় নিশ্চিত করেন তার পুত্র মিজানুর রহমান।
তার কাছে তার মায়ের কথা জানতে চাওয়া হলে তিনি জানান, তার মায়ের একটু মাথার সমস্যা। তিনি কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। প্রায় প্রায় বাড়ি থেকে বেড়িয়ে পড়ে কিন্তু ফিরে আসে না।এমনি করে বাড়ি থেকে বেড়িয়ে গেলে কয়েকদিন থেকে আর তাকে খুজে পাওয়া যায় না।মোবাইল ফোনে ছবি ছেড়ে দিলেও মিলছেনা তার সন্ধান।এখন ছবি পাঠাইছি ★মানবতার সেবায় আমরা★ সংগঠনের কাছে। তাদের মাধ্যমে ফিরে পেতে চাই মাকে।
এমন বিষয় সম্পর্কে ★মানবতার সেবায় আমরা★ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোমান আকন্দের সাথে কথা হলে তিনি জানান, সকাল ১০ ঘটিকায় মিজানুর রহমান নামে এক ব্যক্তি আমার ফেসবুক আইডি★মানবতার সেবায় আমরা★সংগঠন থেকে ফোন নাম্বার সংগ্রহ করে আমাকে জানান আপনি তো মানবতার সেবায় কাজ করেন আমার মা কয়েকদিন হয় বাড়ি থেকে হারিয়েছে। অনেক চেষ্টা করেও তার সন্ধান মিলছে না। আপনারা তো অনেক হারানো মানুষকে খুজে বের করে দেন। আমি আশা করি আপনাদের মাধ্যমে আমার মাকেও ফিরে পাবো।
এমন কথায় সংগঠনের চেয়ারম্যান জানান, আমাদের সংগঠনের সদস্যরা আপ্রান চেষ্টা করবো আপনার মাকে আপনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে।