1. admin@sokalersonjog24.com : admin : Rashed Islam
  2. baulmintu911@gmail.com : baul.mintu : BAUL MINTU
  3. 3dbaulmuic@gmail.com : baul.mintu-2405 : BAUL MINTU
  4. sokalersongjog24@gmail.com : Jakir Hossain : Jakir Hossain
  5. rakibulhassan@gmail.vom : Rifat : Rifat Islam
  6. sokalersongjogmm@gmail.com : Roshid : Kha Milon
  7. munsurhelal50@gmail.com : sokalersonjgog24 : Md Munsur Helal
  8. sokalersongjog@gmail.com : woyakil Ahmed : woyakil Ahmed
পবিত্র ঈদে মীলাদুন্নবী (দঃ) উপলক্ষে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - সকালের সংযোগ ২৪        
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক কবিতা: নেই আনন্দধারা ময়মনসিংহ গফরগাঁও সড়কে ড্রাম ট্রাক ও সিএনজি সংঘর্ষে অন্তঃসত্তা এক নারী নিহত ও আহত ৫ জন বড়হাতিয়ায় জায়গা -জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মফিজ সহ ৩ জন গুরুতর আহত ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত কবি মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা ৫ দিন মেয়াদী ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি খুলনায় তারেক রহমানের পক্ষে দাকোপে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের লিপলেট বিতরণ।। এদিকে চাপাইনবয়াবগঞ্জে ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকা সহ দুই জনকে আটক করেছে বিজিবি।। https://youtu.be/LmFDyahzmxw
বিজ্ঞাপন:

দেশের  জনপ্রিয়  সংবাদ মাধ্যম সকালের সংযোগ ২৪ এ জেলা, উপজেলা,ক্যাম্পাস ও বিভাগে  সাংবাদিক নিয়োগ দিচ্ছেন। আগ্রহীরা যোগাযোগ করুন।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (দঃ) উপলক্ষে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সকালের সংযোগ এডমিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার পঠিত

দুবাই থেকে সংবাদদাতা:

বিশ্বমানবতার জন্য অনিন্দ্যসুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন প্রিয় নবী হযরত রাসুলে আকরাম (দ.)। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তি, শান্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (দ.)। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছেন। প্রিয় নবীজির (দ.) এর প্রতিটি কথা ও কর্মই মানবজাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।

গতকাল শনিবার বাদে এশা হতে শুরু হওয়া আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের বাস্তবায়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তব্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তারা উপস্থিত শ্রোতাদের সম্মুখে এসব কথা তুলে ধরেন।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনপিকেপি’র পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী এবং প্রধান আলোচক ছিলেন এনপিকেপি’র অন্যতম সিনিয়ির সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম।

এনপিকেপি’র সিনিয়র সদস্য ও মাহফিল বাস্তবায়ন পরিষদের আহবায়ক ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে ও পরিষদের সদস্য মুহাম্মদ ইমন খানের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন মোহাম্মদ রেজাউল আজম চৌধুরী, এম. শাহেদ সারওয়ার, হাফেজ মৌলানা মুহাম্মদ ফারক। এর আগে মোহাম্মদ তামিম আল মারুফের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে পবিত্র হামদ ও নাতে রাসূল (দঃ) পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন।

“নেতৃত্ব নয় প্রিয় নদিমপুর গ্রামের প্রবাসী, প্রবাস ফেরত এবং গ্রামের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য”। এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবে বহির্বিশ্বে বসবাসরত নদিমপুরের সকলের সার্বিক সহযোগিতা করার বক্তারা আহবান জানান। মাহফিলে প্রিয় গ্রামের উপস্থিতির মাঝে ফিরে ফেল যেন এক খন্ড নদিমপুর গ্রাম। এরই মাঝে ফিরে পেল প্রবাসে নদিমপুর বাসীর মেল বন্ধন এবং প্রবাসীরা সকলে আশা করেন এমন মেল বন্ধন তৈরি হউক গ্রামে বসবাসরত সকলের মাঝে যেন প্রিয় গ্রামকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি।

আমিরাতে দুবাইয়ে নদিমপুর গ্রামের প্রবাসীদের মিলন মেলায় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে আজিজ খাঁন, মুজিব উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ বাদল ও মোহাম্মদ খোরশেদ। পরিচলনা পরিষদের সদস্য মোহাম্মদ শাহ আমান, জাহেদুল ইসলাম, কাজী মোহাম্মদ সোহেল, আব্বাস উদ্দিন, মোহাম্মদ মান্না (মানু) এবং পরিষদের সদস্য, সেলিম উল্ল্যাহ, ওয়ালী নিজাম, মোহাম্মদ মাহাবু, মোহাম্মদ ইব্রাহীম, শাফায়াত হোসেন সোরওয়ার্দ্দী, আলী মেহেদী রাজু, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আলাউদ্দিন, শিবলু রবিউল, মোহাম্মদ আলম, জামশেদ , বাছন, শাহনয়াজসহ প্রমূখ। এতে বহিঃবিশ্বের সৌদিআরব, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনের পরিষদের অনেক সদস্যরাও সার্বিক ভাবে সহযোগিতা করেন।

পরিশেষে মিলাদ, ক্বীয়াম শেষে বহিঃবিশ্বে নদিমপুরের সকল প্রবাসী এবং গ্রামের সর্বস্তরের সকলের সার্বিক মঙ্গলময় জীবন কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ সকালের সংযোগ ২৪ এর একটি প্রতিষ্ঠান।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park