1. admin@sokalersonjog24.com : admin : Rashed Islam
  2. baulmintu911@gmail.com : baul.mintu : BAUL MINTU
  3. 3dbaulmuic@gmail.com : baul.mintu-2405 : BAUL MINTU
  4. sokalersongjog24@gmail.com : Jakir Hossain : Jakir Hossain
  5. rakibulhassan@gmail.vom : Rifat : Rifat Islam
  6. sokalersongjogmm@gmail.com : Roshid : Kha Milon
  7. munsurhelal50@gmail.com : sokalersonjgog24 : Md Munsur Helal
  8. sokalersongjog@gmail.com : woyakil Ahmed : woyakil Ahmed
ক্ষেতলাল থানার ওসির অশ্রুসিক্ত বিদায় - সকালের সংযোগ ২৪        
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক কবিতা: নেই আনন্দধারা ময়মনসিংহ গফরগাঁও সড়কে ড্রাম ট্রাক ও সিএনজি সংঘর্ষে অন্তঃসত্তা এক নারী নিহত ও আহত ৫ জন বড়হাতিয়ায় জায়গা -জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মফিজ সহ ৩ জন গুরুতর আহত ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত কবি মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা ৫ দিন মেয়াদী ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি খুলনায় তারেক রহমানের পক্ষে দাকোপে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের লিপলেট বিতরণ।। এদিকে চাপাইনবয়াবগঞ্জে ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকা সহ দুই জনকে আটক করেছে বিজিবি।। https://youtu.be/LmFDyahzmxw
বিজ্ঞাপন:

দেশের  জনপ্রিয়  সংবাদ মাধ্যম সকালের সংযোগ ২৪ এ জেলা, উপজেলা,ক্যাম্পাস ও বিভাগে  সাংবাদিক নিয়োগ দিচ্ছেন। আগ্রহীরা যোগাযোগ করুন।

ক্ষেতলাল থানার ওসির অশ্রুসিক্ত বিদায়

সকালের সংযোগ এডমিন
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার পঠিত

এম রাসেল আহমেদ, জয়পুরহাটঃ

জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এর ক্ষেতলাল থানা থেকে বিদায়ের বেলা তার সাথে দেখা করতে আসা বিভিন্ন পর্যায়ের শতাধিক সাধারন মানুষ ও অফিসার অশ্রুসিক্ত  কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। এ সময় অন্য পুলিশ কর্মকর্তারাও তাদের চোঁখের অশ্রুসিক্ত ধরে রাখতে পারেনি। সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।একজন পুলিশ কর্মকর্তাকে মানুষ এত আপন ও ভালো বেসেছেন তা চোঁখে না দেখলে অনুভব করা সম্ভব নয়।

৩০/০৯/২৪ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর বুধবার বিকেল পর্যন্ত ওসির বিদায় বেলায় তার বাসায় এবং থানা প্রাঙ্গন সহ রাস্তাায় এই দৃশ্যের সৃষ্টি হয়। মনে হচ্ছিল ক্ষেতলাল বাসি যেন তাদের হৃদয়ের একজন মানুষকে হারিয়ে ফেলেছে। তার বিদায়কালে বুধবার (৫.৩০) বিকেলে থানায় শতাধিক মানুষ জড়ো হয়ে তাকে বিদায় জানাচ্ছিল।

এসময় মনে হচ্ছিল ওসি মোঃ আনোয়ার হোসেন যেন ক্ষেতলাল বাসিদের কাছে একজন মানব দরদী ও জননন্দিত মানুষ ছিলেন। আসলে তা হচ্ছে,কর্মস্থলে সে দীর্ঘ ১৬ মাস দায়িত্ব পালনকালে মানুষকে যথাযথ সেবা ও নিরাপদে তাদের ঘুমানোর নিশ্চয়তা দিয়েছেন বলে।

ক্ষেতলাল থানা সূত্রে জানা গেছে, ওসি মোঃ আনোয়ার হোসেন থানা বাসীদের সকল প্রকার সেবার পাশাপাশি অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

এদিকে, ওসি বদলি হওয়ার বিষয়টি ক্ষেতলাল থানা এলাকায় ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তি বর্গ,মুক্তিযোদ্ধা,গনমাধ্যম কর্মী, শ্রমিক, ব্যবসায়ী ও নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ক্ষেতলাল থানায় ভীড় জমায়।
এ সময় তাদের হৃদয়ে জমা থাকা কথা বলেন, তাকে দোয়া করেন এবং তার দীর্ঘাঘূ কামনা করে তার পরিবারের জন্য শান্তি কামনা করে শান্তনা দিতে দেখা যায় সকল পর্যায়ের জনসাধারন কে।

অনেক প্রবীন লোকজন,বিভিন্ন পর্যায়ের শ্রেণি পেশার মানুষ ও আলেম ওলামারা ওসি মোঃ আনোয়ার হোসেনকে কে তাদের হৃদয় থেকে দোয়া করতে দেখা যায়।

অনেকে বলেন, ক্ষেতলাল থানায় এ ধরনে মানবিক, সামাজিক ও জনদরদী, মানুষের কল্যানে কাজ করার ওসিকে তারা দায়িত্ব পালন করতে খুব কমই দেখেছেন। যিনি ক্ষেতলার থানায় দায়িত্ব পালন কালে এ এলাকার সকল আইন শৃংখলার পাশাপাশি, কিশোর গ্যাংয়ের উৎপাত,মাদক ব্যবসা সহ নানা ধরনের অপরাধ দমনে সক্ষম হয়েছেন। ফলে একজন কর্ম দক্ষ পুলিশ অফিসারকে বিদায় দিতে সবার কষ্ট হচ্ছিল। উল্লেখ্য, তাঁর বদলীর কথা জানতে পেরে থানার সাধারণ মানুষ বদলী স্থগিত করতে মানববন্ধন করেছিলেন।

অনেক গনমাধ্যমকর্মীরা বলেছেন, আমাদের এ সমাজে অনেক মানুষ আছে। তবে ভাল সেবা বা ভালভাবে মানুষকে ভালবাসার মানুষের অভাব রয়েছে। যার কারণে অনেক দিন পর একজন ভাল ওসিকে ক্ষেতলাল থানার মানুষ পেয়ে তাকে ভুলতে পারছিল না। যিনি ক্ষেতলাল সাংবাদিকদেরও পেশাগত দায়িত্ব পালনে সব সময় তথ্য দিয়ে সার্বক্ষনিক সহযোগিতা করেছেন। যুগযুগ ধরে ভাল ও নীতিবান মানুষের মর্যাদা এ সমাজে থাকবে এটাই সত্যি। এ জন্য ভাল মানের মানুষ ক্ষেতলাল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন কে বিদায় বেলায় তাকে তার ভাল কাজের জন্য, থানা বাসিদের কল্যানে কাজ করার জন্য, খোদার কাছে তার দীর্ঘায়ু কামনা করে তার চলার পথ আরো সুন্দর ও শুভ কামনা করছি।

এ ব্যাপারে ক্ষেতলাল থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন দীর্ঘ প্রায় ১৬ মাস থানায় ওসির দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালীন সময়ে নিজের উপরে অর্পিত মহান দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি। দিন- রাত থানা বাসি সহ সকল নাগরিকদের সেবা দিয়েছি। পুলিশই জনতা আর জনতাই পুলিশ এই শ্লোগান কে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সকল শ্রেনী পেশার মানুষদের পাশে থেকে তাদের সুখে দুখে সহযোগীতা করেছি সাধ্য অনুযায়ী। তাই বিদায় বেলায় তাদের এমন ভালোবাসায় আমি ধন্য এবং তাদের কাছে কৃতজ্ঞ। পরিশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন নতুন কর্মস্থলের জন্য।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ সকালের সংযোগ ২৪ এর একটি প্রতিষ্ঠান।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park