মিজানুর রহমান স্টাফ রিপোর্টঃ
গতকাল বটিয়াঘাটা উপজেলার টালিয়ামারা বাজারে স্বপ্নচূড়া যুব সংগঠনের অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ শে অংশগ্রহণকারী বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্র প্রতিনিধিদের সাথে স্বপ্নচূড়া যুব সংগঠনের আলোচনা সভা ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ নজরুল ইসলাম নয়নের সভাপতিত্বে আলোচনা সভা ও বটিয়াঘাটা উপজেলার সাতটি ইউনিয়নের ছাত্র প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন সামাজিক দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে স্বপ্নচূড়ার যুব সংগঠনের সিনিয়র সদস্য হামিদুর রহমান ভাই সহ আরো দুই সদস্যের জন্ম দিন পালন করা হয় কেক কেটে ও মিষ্টি বিতরণ করা হয়।
এই সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং নিবন্ধনভুক্ত হয়ে বর্তমানে কর্নকালীন থেকে শুরু করে আম পান, ঘূর্ণিঝড় রেমাল সহ বিভিন্ন ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে দাকোপ, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে অসহায় বন্যার্তদের মাঝে খাবার পৌঁছানোসহ , শীতকালে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও অসহায় গরীব মানুষকে সাহায্য করা, বৃক্ষরোপণ এছাড়া জীবন বাঁচাতে রক্ত দিয়ে সব সময় ভালো কাজের সাথে এগিয়ে চলছে অত্র সংগঠনটি।
মাত্র নয় জন নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয় বর্তমান সদস্য সংখ্যা ৮২ জন অত্র আলোচনা এই সংগঠনটি বটিয়াঘাটা উপজেলা ব্যাপী কাজ করতে চাই এবং প্রত্যেকটা ইউনিয়নের তাদের এই সামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চায়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠন টির সিনিয়র সদস্য মোঃ নাসিম উদ্দিন, হামিদুর রহমান, গালিব উদ্দিন, ওমর হামজা, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, মোঃ সাইদুর রহমান, আরিফ বিল্লাহ, ইব্রাহিম শেখ, সেতু গোলদার, শামীম হাসান, ইমারুল শেখ, ওমর ফারুক ,শাকিল হোসেন মেহেদী হাসান, ইব্রাহিম শেখ মামুর হাসান প্রমুখ।
এ সময় বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের কাজের কথা আলোচনা করা হয় এটা একটি অরাজনৈতিক সংগঠন এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত। সর্বশেষ সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা শেষ করেন!