মোঃরোমান আকন্দ,
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
প্রতিবছর শীত মৌসুমে কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্য প্রবাহ দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষীত অঞ্চল গুলোতে মানুষের অসহায়ত্ব প্রকট হয়ে উঠেছে। তাইতো শীতার্ত অসহায় মানুষগুলোকে একটুখানি উষ্ণতা দিতে কাজ করে যাচ্ছে মানবতার সেবায় আমরা সংগঠন।
এরই ধারাবাহিকতায় বিকাল ৪ টায় সংগঠনের অফিস রুম উদ্ভোদন করে শীতার্ত অসহায় মানুষগুলোর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলি মোঃসাজ্জাদুর রহমান সাদ্দাম( বাংলাদেশ পুলিশ),মোহাম্মদ আলী খোকন( সহকারী শিক্ষক), সোহানুর রহমান সুমন ( পল্লী চিকিৎসক), সাধারন সম্পাদক রফিক মিয়া,সাংগঠনিক সম্পাদক মিঠু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন মিয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোমান আকন্দ, সংগঠনের সদস্য, মসজিদের ইমাম, স্থানীয় ব্যক্তিবর্গ সহ আরও অনেকে।প্রথমে কোরআন তেলওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্য সম্পন্ন করা হয়।
উপস্থিত সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠতা চেয়ারম্যান জানান,এটি একটি অলাভজনক, অরাজনৈতিক সামাজিক সংগঠন। এ সংগঠনের মুল উদ্দেশ্যই হচ্ছে অসহায়, পথহারা,দরিদ্র, মানুষকে নিয়ে কাজ করা।এরই ধারাবাহিকতায় আমরা কয়েক জন হারানো মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।বন্যায় অসহায় মানুষকে ঔষধের পাশাপাশি শুকনো খাবার দিয়েছি।
তাইতো উপর মহলের কাছে আহ্বান, আমাদের সংগঠনকে আর্থিক দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা সামনের পথে অগ্রসর হতে পারবো।