মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
‘সেবার ব্রতে চাকরি’-
জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৫ এর কার্যক্রম।
আজ রবিবার ০৩ নভেম্বর, ২০২৪ইং. ময়মনসিংহ রেঞ্জাধীন ০৪ জেলার প্রার্থীদের দ্বিতীয় দিনের ইভেন্ট সমূহ (পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং,রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা পুলিশ লাইন্স ভেন্যুতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৫-এর পরিচালনা কমিটি ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত সভাপতি ও ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ০৪ টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে নিয়োগ কার্যক্রম।
তিনি সমগ্র কার্যক্রমের শুরু হতে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ, জনাব খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জনাব জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর জনাব আব্দুল্লাহ আল মাহমুদ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- জামালপুর, জনাব মোঃ সালাহ উদ্দিন তালুকদার; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব এস. এম. আসিফ আল হাসান সহ নিয়োগ সংশ্লিষ্ট রেঞ্জাধীন জেলা/ ইউনিটের বিভিন্ন অফিসার ও ফোর্স।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষক দলের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গন উপস্থিত ছিলেন।