খুলনার বটিয়াঘাটা উপজেলায় শারদীয় দুর্গা পুজার মহা অষ্টমী দিনে দাকোপ – বটিয়াঘাটা থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী
সাবেক খুলনা -১ আসেনর সংসদ সদস্য ননীগোপাল মন্ডলের বটিয়াঘাটা উপজেলার ৭ টি ইউনিয়নের সকল পুজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন।
২২শে অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে গঙ্গারামপুর থেকে শুরু করে সন্ধ্যা পযর্ন্ত বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট বালিয়াডাঙ্গা আমিরপুর,জলমা,বটিয়াঘাটা সদরগঙাগারামপুর,
সুরখালী পুজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন বলেন, , বর্তমান সরকার দুর্গা পূজা কে শান্তিপুর্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা সকলেই যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ ভাবে আনন্দ উপভোগ করবো।তিনি আরও বলেন শেখ হাসিনার হাত ধরেই দেশ আজ এগিয়ে যাচ্ছে, আমরা এখন স্মার্ট দেশে পদার্পণ করেছি, আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন তিনি সর্বদা ভালো থাকেন। ৯ নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
পূজা মন্ডপ পরিদর্শনের তার সফর সঙ্গী হিসেবে উপস্হিত থেকে এলাকাবসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আসিত বরণ সাহা, সাম্পাদক সঞ্জয় কুমার মোড়ল,দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, এ্যাডঃ কামরুল ইসলাম, পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, তিলডাংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জালাল উদ্দীন গাজী, কৈলাশ গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডল, লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানষ কুমার রায়, বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সাকিল আহমেদ, ইউপি সদস্য শশংঙ্ক মন্ডল, পলাশ রায়, অনুপম মন্ডল, দাকোপ উপজেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি দেবপ্রসাদ গাইন,
অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়,গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়,প্রসেনজিৎ ,আধ্যাপক রঞ্জন রায়,অচিন্ত্য সাহা,অংগদ বাইন,বিশ্বজিৎ রায়, বিষ্ণু পদ মিস্তী,শিবেন্দ্রপ্রসাদরায়, দিপংকর বৈদ্য, সাইফুল ইসলাম গাজী, মাখন চক্রবর্তী,গাজী সরোয়ার, রহিম গাজী, নির্মল সরদার,সসীম প্রকাশ জোয়াদার, সুবল ঘোষ, শ্যাম সুন্দর মন্ডল, ইউপি সদস্য সুব্রত মন্ডল, নিতাই জোয়াদার পরিতোষ মন্ডল, দেব্রত মন্ডল,স্বপন কুমার মন্ডল অনাদি মন্ডল, মহিলা সদস্যা কনিকা রায় অপর্না রায় , দূর্গাপদরায়,, নিহার রায়,সমরেশ রায়, , সুকৃতি রায়,, কৃষ্ণ পদ গোলদার সোহাগ মন্ডল ,ইউপি সদস্য তপন সরকার, মলিনাজোয়াদ্দার, আমরেন্দ্রনাথ রায় সহ আরো অনেকে।