1. admin@sokalersonjog24.com : admin : Rashed Islam
  2. baulmintu911@gmail.com : baul.mintu : BAUL MINTU
  3. 3dbaulmuic@gmail.com : baul.mintu-2405 : BAUL MINTU
  4. sokalersongjog24@gmail.com : Jakir Hossain : Jakir Hossain
  5. rakibulhassan@gmail.vom : Rifat : Rifat Islam
  6. sokalersongjogmm@gmail.com : Roshid : Kha Milon
  7. munsurhelal50@gmail.com : sokalersonjgog24 : Md Munsur Helal
  8. sokalersongjog@gmail.com : woyakil Ahmed : woyakil Ahmed
নওগাঁর নিয়ামতপুরে জমে উঠেছে ঈদের বাজার - সকালের সংযোগ ২৪        
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কবিতা: বিরাম বার আউলিয়া ডিগ্রি কলেজে রেড ক্রিসেন্ট উদ্বুদ্ধকরণ ও দল গঠন করা হয়েছে গোমস্তাপুরে মামলাবাজ জাল দলিল সৃষ্টিকারী ভূমিদস্যু কর্তৃক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পোরশায় স্বর্ণকারকে লাঞ্ছিত দোকান থেকে ১৮ ভরি স্বর্ণ লুট সাইটসেভার্স এর সহযোগিতায়,ব্র্যাকের উদ্যোগে দাকোপে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ক্ষেতলাল থানায় সুধীজন-সাংবাদিক ছাড়াই ওপেন হাউস ডে দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক কবিতা: নেই আনন্দধারা ময়মনসিংহ গফরগাঁও সড়কে ড্রাম ট্রাক ও সিএনজি সংঘর্ষে অন্তঃসত্তা এক নারী নিহত ও আহত ৫ জন বড়হাতিয়ায় জায়গা -জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মফিজ সহ ৩ জন গুরুতর আহত
বিজ্ঞাপন:

দেশের  জনপ্রিয়  সংবাদ মাধ্যম সকালের সংযোগ ২৪ এ জেলা, উপজেলা,ক্যাম্পাস ও বিভাগে  সাংবাদিক নিয়োগ দিচ্ছেন। আগ্রহীরা যোগাযোগ করুন।

নওগাঁর নিয়ামতপুরে জমে উঠেছে ঈদের বাজার

সকালের সংযোগ এডমিন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

জাকির হোসেন,
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধিঃ

রমজানের শেষ মুহূর্তে নওগাঁর নিয়ামতপুরে জমে উঠেছে ঈদের বাজার। সকাল থেকে সন্ধ্যা অবধি লোকজন ভীড় করছে বিভিন্ন দোকানে । পছন্দের সাজ পোশাক কিনতে ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকান।

ব্যবসায়ীরা জানান,সাধারণত মাহে রমজানের প্রথম দু’সপ্তাহ দোকানে তেমন ভিড় না থাকলেও রমজানের শেষ সপ্তাহে এসে প্রতিটি বিতণিবিতানে জমজমাট বেচাকেনা হচ্ছে। কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা বেশি আসলেও বাদ যাচ্ছেন না বয়স্করাও।
ছেলেদের পছন্দের শীর্ষে যেমনটি রয়েছে পাঞ্জাবি, জিনস প্যান্ট আর এবছর মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে নায়রা কাট । তাই এসব পোশাক বিক্রির পরিমাণও বেশি।

উপজেলা সদরে শুক্রবার ও শনিবার বিভিন্ন বিপণিবিতান ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব দোকানে তৈরি পোশাকের মধ্যে কিশোরী ও তরুণীদের ওয়ান–পিস, থ্রি–পিস, ওড়না, ফ্রক, কোর্টি, নায়রা, মিনি স্কার্ট, আলিয়া কাট এবং ছেলেদের পাঞ্জাবি, টি–শার্ট, জিনস প্যান্ট, জুতা, স্যান্ডেল থেকে শুরু করে প্রসাধনসামগ্রী বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। তবে এবার কিশোরী ও তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নায়রা কাট ও থ্রি- পিস। মানভেদে এই দুই ধরনের পোশাক বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৩ হাজার টাকায়।

প্রতিবেদকের কথা হয় নিউ কালেকশন এন্ড টেইলার্সের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুসের সাথে।

তিনি জানান, এবার কিশোরী আর তরুণীরা নায়রা কাট, আলিয়া কাট আর থ্রি- পিস বেশি কিনছে। ছেলেরা কিনছে জিনসের প্যান্ট আর পাঞ্জাবি।

গাবতলী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মঞ্জুর রহমান জানান, প্রতিটি নায়রা কাট ১ হাজার থেকে ২ হাজার টাকা, ওয়ান–পিস ৭০০ থেকে ২ হাজার ৪০০ টাকা , থ্রি-পিস ৫০০ থেকে ২ হাজার টাকা, বড়দের পাঞ্জাবি ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং ছোটদের পাঞ্জাবি ২০০ থেকে ৮০০ টাকার মধ্যে কিনতে পারছেন ক্রেতারা।

জোবায়ের ক্লথ স্টোরের স্বত্বাধিকারী মাহবুর রহমান জানান, আমারা এবার পাঞ্জাবির নতুন নতুন কালেকশন এনেছি। বিক্রিও ভালো হচ্ছে। বড়দের পাঞ্জাবি ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা আর ছোটদের পাঞ্জাবি ৩০০ টাকা থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পোশাকের পাশাপাশি কিশোরী ও নারীরা ভীড় করছেন কসমেটিকস সামগ্রীর দোকানে। ঈদকে ঘিরে উপজেলা সদরের সরকারি স্কুলের সামনের কসমেটিকস পট্টিকেও সাজানো হয়েছে ভিন্ন ধাঁচে। সকল বয়সের নারীরা এসব কসমেটিকস দোকানে নিজের পছন্দের কসমেটিকস সামগ্রী কিনতে ভীড় করছেন।

এছাড়াও ঈদের মূল আকর্ষন সেমাই, চিনি, পাঁপড়ের দোকানে কেনাকাটাও জমে উঠেছে। শেষ মূহুর্তে কেনাকাটা জমে ওঠায় খুশি বিক্রেতারা।

নিয়ামতপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, সকল ব্যবসায়ীই রমজানের বেচাকেনার অপেক্ষায় থাকে। এসময় সকলেই নতুন পোশাক থেকে শুরু করে সকল কিছুই নতুন কেনার চেষ্টা করে। শেষ দিকে বেচাকেনা জমে ওঠায় ব্যবসায়ীরা খুশি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ সকালের সংযোগ ২৪ এর একটি প্রতিষ্ঠান।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park