শিপন খলিফা,দাকোপ প্রতিনিধিঃ
খুলনার দাকোপে বৈষম্য দূরীকরণে মাধ্যামিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন, সমাবেশ এবং স্বারকলিপি পেশ করা হয়েছে।
উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার ২৪ (সেপ্টেম্বর) বেলা ১১ টায় দাকোপ সদর চালনা ডাক বাংলা মোড়ে উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জুমারত আলী, উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি আশীষ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি মজুমদার, প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র রায়, প্রশান্ত কুমার রায়, সেলিম হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ অজিহুর রহমান, এম এম আব্দুল হান্নান, মহিবুর রহমান, সুকল্যান মন্ডল, পরিমল কান্তি মিস্ত্রী, চিন্ময় কুমার বিশ্বাস, নিত্যানন্দ রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সমাজকল্যাণ সম্পাদক জি এম কাইয়ুম হোসেন, অর্থ সম্পাদক এম, এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক নীহার রায়, ক্রীড়া সম্পাদক মনিশংকর বর্মন, সহকারী শিক্ষক মধুসূদন মন্ডল প্রমুখ।
সমাবেশ ও মানববন্ধন শেষে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ে ৪ দফা প্রস্তাবনার দাবী জানিয়ে স্মারকলিপি পেশ করেছেন।