ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র তাক করে থাকা এক তরুণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একাধিক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দিকে অস্ত্র তাক করে ভাইরাল হওয়া সেই যুবক সাবেক ছাত্রলীগ নেতা। তার নাম হাসান মোল্লা। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে অস্ত্র তাক করে হুমকি দিয়েছিলেন এক যুবক। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সূত্রে আরো জানা গেছে, হাসান মোল্লা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা আবু কাওসারের ভাগনে। এছাড়া তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুশমিতা বারীর স্বামী।সহ-সভাপতি।ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হাসান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি এখন গণপূর্ত অধিদপ্তরে ঠিকাদারি করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
উল্লেখ্য, গত রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’
প্রধানমন্ত্রীর এ বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে প্রথমে রোকেয়া হলের মেয়ে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন। তারা স্লোগান দেওয়া শুরু করেন ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার বিক্ষোভ শেষে হলে ফিরে যান তারা।
একই সময়ে মধ্যরাতে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।
একই ইস্যুতে গতকাল সোমবারও উত্তাল হয়ে ওঠে ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এ সময় বেশ কয়েক জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া যায়।