লুৎফর রহমান স্টাফ রিপোর্ট:
জয়পুরহাট কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাদাউচ্চ গ্রামে মারধরের ঘটনা ঘটেছে।
পূর্ব শত্রুতা, কলহ বিরোধের জের ধরে ১ ডিসেম্বর ২০২৪ সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৪ টায় মিয়াজন মৃধার বাড়ির সামনে তার উঠানে ছেলে বাবু মৃধা (৩৫) এর সাথে একই গ্রামের বসবাসকারী মোফাজ্জল আকন্দ (২৮) পিতা রেজাউল আকন্দ, রেজাউল আকুন্দ (৫২) পিতা মৃত লছির আকন্দ, মোফা সোনার(৩৬)ও সোহাগ মিয়া উভয়ের পিতা মোজাম সোনার।
এদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে বাবু মিয়াকে বাঁশের লাঠি ও শাবল দ্বারা মারধর করলে তার মা জাহানারা বেগম ও স্ত্রী রত্না বিবি স্বামীকে মার ধরের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে এলে সুমি খাতুন (২৫) স্বামী মোফাজ্জল আকন্দ ও তামান্না আক্তার (২৬) স্বামী রেজাউল আকন্দ, এরা দুইজন রত্না বিবিকে ২ হাতে জাপটে ধরে থাকলে মোফাজ্জল আকন্দ ও সোহাগ মিয়া রত্নার কপালের উপরে মাথায় বড় ধারালো হাসুয়া দিয়ে আঘাত করলে মাথায় জখম হয় এবং জাহানারা বেগমকে কিল, ঘুসি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয় এতে উনি চরমভাবে আঘাত পান।রত্না বিবি ও জাহানারা বেগমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করান হয়।
রত্না বিবির মাথায় ৫ টি সেলাই পড়েছে। শিশ ওয়ার্ডে রত্না বিবি ৫ নং বিছানায় তার শাশুড়ি জাহানারা বেগম ৬নং বিছানায় চিকিৎসাধীন রয়েছে। থানা সূত্রে জানা গেছে এ ব্যাপারে বাবু মৃধা বাদী হয়ে কালাই থানায় একটি অভিযোগ করেছেন।