নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর উপর হামলা ও টাকা লুটের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে। জানা গেছে ইউনিয়নের পীরেরগাও বাজারে সবুজ ভেরাইটিজ ষ্টোর’র পরিচালক ব্যবসা আলী হোসেন পীরেরগাও- জালালাবাদ গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে ছেলে জয়নাল মিয়ার কাছে দোকান বাকী চাওয়াকে কেন্দ্র করে রাতে জয়নাল মিয়া সহ তার লোকজন আলী হোসেনের উপর হামলা করে নগদ টাকাসহ লুট করেছে বলে আলী হোসেনের পরিবারের দাবি।
জয়নাল মিয়ার লোকজনের হামলায় আহতরা হলেন, আলী হোসেন (৩২), আলী আহমদ (২৬)। গুরুতর আহত আলী হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আহত আলী হোসেনের ভাই সবুজ মিয়া জানান, বাজারে আমাদের মুদি দোকান থেকে জয়নাল মিয়া বাকীতে ক্রয় করতেন, আমার ভাই আলী হোসেন দোকানের পাওয়ানা টাকা সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে টাকা চাওয়াকে কেন্দ্র করে রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে জয়নাল ও তার লোকজন আমাদের উপর হামলা করে।
সবুজ মিয়া আরো জানান, আমার ভাই (আলী হোসেন)কে জয়নালের চাচাতো ভাই ইসানুরে রামদা দিয়ে আঘাত করে। তাদের হামলায় আমার ভাই গুরুতর আহত হন। এবং নগদ ৩২ হাজার ৫ শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত আলী হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় থানায় অভিযোগ দায়ের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।