স্বপন কুমার রায় খুলনাঃ
।
খুলনার দাকোপ উপজেলা বিএনপি চালনা পৌর
সভাএবংবাজুয়া,লাউডোব,কৈলাশজ্ঞ,দাকোপ,পবানীশন্তা বিএনপি সহ অঙ্গ সংগঠন এর উদ্যোগে পথসভা আজ ২৯ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাবেশ সফল করতে প্রস্তুতি সমাবেশ করেছে। জাতীয়তা বাদী দল বিএনপির নেতৃবৃন্দ।প্রস্তুতি সভায় বেনীমাধব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মান্নান খান,প্রধান বক্তা চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফফর হোসেন,বিশেষ অতিথি যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার,গোলাম কাদের,মহিদুল ইসলাম,বাচ্চু মনিরুল ইসলাম খান, ফকির,মেঘসার সরকার,রহিম তালুক দার,তপন মন্ডল,সেকেন্দার আলী শেখ,কৌশ্যালা রায়,পারুল বেগম,তরিকুল ইসলাম নান্নু,আমিনুল ইসলাম বুলবুল,রবিউল ইসলাম মনা,জুলফিকার আলী সরদার,রতন রায়,আমিনুর ইসলাম রনি,,পাপ্পু সাহা,আমিনুল ইসলাম রনী,প্রসেন রায় সহ আরো আরো অনেকে।