খুলনার দাকোপে ঢাংমারী নদীতে জাল ধরাকে কেন্দ্র করে ৭ মাসের অন্তসত্তা গৃহবধু স্মৃতি মন্ডল (৪০)স্বামী গৌরপদ মন্ডলসহ ৫ জন কে মারাত্তক আহত করেছে এলাকার চিহ্নিত রতন রায় ও তার সহযোগিরা। ২৪ জুন শনিবার বেলা ১১ টারদিকে দাকোপের পুর্বঢাংমারী গ্রামে এ ঘটনা ঘটে।
অন্তসত্তা গৃহবধু স্মৃতি কে দাকোপ সদর চালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।নদীতে জাল ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে রতন তার দলবল নিয়ে দা লাঠি নিয়ে স্মৃতি ও তার শ্বশুর,শ্বাশুড়ীর উপর ঝাপিয়ে পড়ে বেধড়ক মারপিট শুরু করলে অন্তসত্তা স্মৃতি, তার শ্বশুর, শ্বাশুড়ি সুভাস মন্ডল,কনিকা মন্ডলসহ ৫ জন মারাত্তক আহত হয়।
সংগে সংগে স্মৃতি সহ আহতদের দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি ও স্মৃতির পেটের বাচ্চা নষ্ট হয়েছে কিনা সেটার নানা পরীক্ষা নিরিক্ষা চলছিল।
উল্লেখ্য হামলাকারি রতন বাহিনী নামে এলাকায় নানা অভিযোগ রয়েছে বলে ভুক্তভুগি পরিবারসহ এলাকাবাসি জানান। এ ব্যাপারে রতন রায়ের সাথে কথা হলে তিনি বললেন আমার জায়গায় অবৈধভাবে দকল করে জালপেতে মাছ ধরছে তারা।
আমি তাদের জালধরা নিষেধ করলে, তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে উল্টো আমাকে মার ধর করেছে।আমি বর্তৃানে বানিশান্তা বাজারে স্হানীয় ডাক্তারেরকাছে চিকিৎসা নিয়েছি।