কলমে:-এম.এ.তাহের
শীত কোয়াশা সকাল বেলা,
উঠছে সূর্য মামা।
ঘাসের ডগায় শিশির ভেজা,
খেলছে শিশির কণা।
বাড়ির আঙ্গিনায় ফুল ফুটেছে,
মধু লোটাই ভ্রমর।
শিশির কণা যাচ্ছে ঝরে,
প্রখর রোদের ধূসর।
দীর্ঘ প্রতীক্ষা রৌদ্রে বসে,
দিচ্ছে সবাই আড্ডা
পিঠা বানানোর ধূম লেগেছে,
মা বানাচ্ছে পিঠা।
সকাল গড়ে আসলো দুপুর,
খাওয়া-দাওয়ার পালা।
একটু রোদের চাপ কমিয়ে,
আসলো বিকাল বেলা।
ফুলগুলো সব ঘুমটা নিলো,
ভ্রমর গেল ঘরে।
বিকাল গড়ে সন্ধ্যা এলো,
সূর্য গেল ডুবে।