কবিঃ-মোঃ আবু সুফিয়ানঃ
আমি মুসলিম, আমি আল্লাহর প্রতিনিধি
হ্যাঁ, আমি একজন আল্লাহর প্রতিনিধি!
আমার দায়িত্ব অপার অনেক গুরুত্বপূর্ণ
সৃষ্টির সেরা একজন দায়িত্বশীল আমি!
আমার কাজগুলো হলো একটু ভিন্ন,
করতে হয় আমায় আল্লাহর প্রতিনিধিত্ব!
আমি এখানে একা একাই আসিনি,
আমাকে এই পৃথিবীতে কিছু মৌলিক
কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে,
কেবল আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য!
হ্যাঁ, এখানে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করে
ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করি।
এখানে আমাকে পাঠানো হয়েছে নামাজ
কায়েম ও যাকাত আদায় করার জন্য,
কারণ, আমি একজন আল্লাহর প্রতিনিধি!
এই পৃথিবীতে অবাক হবার কিছু নাই,
নিজের দায়িত্ব গুলোকে বুঝে নিয়ে,
ইবাদতগুলো নিয়মিত পালন করতে হয়,
কারণ, আমি একজন আল্লাহর প্রতিনিধি!
তিনিই আল্লাহ, বানালেন আমায় খলিফা,
তাইতো আমি সবার মতো চলতে পারি না,
কারণ এখানে আমাকে সৎ কাজের আদেশ
এবং জিহাদকে ভালোবেসে চতুর্দিকেই অসৎ
কাজের বাঁধা দিয়ে প্রতিনিধিত্ব করতে হয়,
কারণ, আমি একজন আল্লাহর প্রতিনিধি!
আসলে আমরা সবাই সবার জায়গায় থেকে
প্রতিনিধিত্ব করছি কিন্তু বুঝতে পারছি না কিছু,
সারা জাহানে অসংখ্য শয়তান ঘুরে ফিরে
আমাদের শাসন শোষণ উৎপীড়ন করছে,
আমরা যে কিছুই বুঝতে পারছি না,
আসলে আমরা সবকিছুই ভুলে গেছি,
কারণ, আমরা হলাম আল্লাহর প্রতিনিধি!
আসলেই আমরা আল্লাহর প্রতিনিধি!
আমরাই প্রতিনিধি, আমিই প্রতিনিধি!