এঞ্জেল নীপা
___________________
মরুভূমির উষ্ণ বালিতে বিভীষণের দল করে দেশ ভাগ,
সতীনের জ্বালায় ভাতার মেরে সতীন মেটায় অগ্নিরাগ।
বিবেকের কুটির আগুনে পুড়িয়ে আফসোস করে রাবন,
শকুনের সাথে ভাগাড়ের উচ্ছিষ্ট ছেঁড়ে সারমেয়’র নন্দন।
কৃষ্ণ পাষাণের বুকে গাঁথা আস্ফালনের বন্ধ্যা ইমারত,
গড’ আল্লাহ’ ঈশ্বরের’ নামে রক্ষাকবজ বেচে ধর্মপ্রতারক,
পঙ্গপালের দল গণতান্ত্রিক গলায় বসায় মারণ কামড়,
ধর্মের ঘোড়ার চওড়া পিঠে চলছে সাম্রাজ্যবাদের সমর।
নরকের চৌরাস্তায় মিচকে শয়তান আঁকে মেরুকরণের রেখা,
হিংস্র হায়নারা অমাবস্যা রাতে হরিণীর বুকে লেখে রক্তলেখা।
তাসের আসরে ইস্কাপনের ট্রাম্পকার্ড জিতে নেয় জুয়াড়ির সুন্দরী জায়া,
ভোরের রবি জাগার আগেই লেলিহান আগুনে পুড়ে যায় অহমিকা ছায়া।
অনেক হয়েছে তোমাদের অভিযোজনহীন ডাইনোসরের মতো অর্বাচীন অত্যাচার,
ঠ্যাঙ্গারে লুন্ঠনকারীদের মতো কেড়ে নিয়েছো আদিম সভ্যতার মৌলিক মানবাধিকার;
দিনের শেষে হিংসার ঘট বিসর্জন না করে যদি ফিরে এসো মাটির আঙিনায়,
আগামী প্রজন্ম বুঝে নেবে সমস্ত হিসাব নিকাশ বসুধার সহনশীলতায় কড়ায় গন্ডায়।