কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
আমি একজন সুনেতা,
হতে চাই না কুনেতা।
আমি হতে চাই মানুষের নেতা,
নেতা বলে অহংকারী নই।
আমি হতে চাই নিরহংকার।
আমি হতে চাই মানুষের সেবক,
আমি হতে চাই মানুষের ধারক বাহক।
মানুষের দুঃখেে আমি দুঃখী,
মানুষের সুখে আমি সুখী,।
মানুষের ব্যথায় আমি ব্যথিত,
মানুষের আনন্দে আমি আনন্দিত।
আমি চাই না অন্যের সম্পদ,
আমি চাই নাই তো টাকা করি।
কোনো রকম জীবন চলিলে হলো বাস,
আর কোন কিছু প্রয়োজন নাহি।
মানুষ সুখে থাকলে আমার
ভীষণ ভালো লাগে।
মানুষের কাজে মানুষের পাশে,
চিরকাল স্বযত্নে পাশে থাকার ইচ্ছে।
আমর ছোট বেলা হতে মনের গহিনে,
বাসা বেঁধে চলেছে সেই করে থেকে।
আমি একজন সু নেতা।
আমি নেতা সব জনতার,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
সকল ধর্মের মানুষের নেতা।
আমি করি মানুষের সেবা।
আমি দোষ গুণ বিচার করি।
আমি ন্যায় অন্যায় যাচাই করি।
আমি করি না তো সন্ত্রাসী।
আমি করি না চাঁদাবাজি,
আমি করি না অর্থের লোভ।
আমি করি না রাহাজানি।
আমি ভালো মানুষ হয়ে,
মানুষের মাঝে সু নেতা হয়,
চিরকাল স্বযত্নে বেঁচে থাকতে চাই।