1. admin@sokalersonjog24.com : admin : Rashed Islam
  2. baulmintu911@gmail.com : baul.mintu : BAUL MINTU
  3. 3dbaulmuic@gmail.com : baul.mintu-2405 : BAUL MINTU
  4. sokalersongjog24@gmail.com : Jakir Hossain : Jakir Hossain
  5. rakibulhassan@gmail.vom : Rifat : Rifat Islam
  6. sokalersongjogmm@gmail.com : Roshid : Kha Milon
  7. munsurhelal50@gmail.com : sokalersonjgog24 : Md Munsur Helal
  8. sokalersongjog@gmail.com : woyakil Ahmed : woyakil Ahmed
আমাদের জেলা সিরাজগঞ্জ - সকালের সংযোগ ২৪        
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক কবিতা: নেই আনন্দধারা ময়মনসিংহ গফরগাঁও সড়কে ড্রাম ট্রাক ও সিএনজি সংঘর্ষে অন্তঃসত্তা এক নারী নিহত ও আহত ৫ জন বড়হাতিয়ায় জায়গা -জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মফিজ সহ ৩ জন গুরুতর আহত ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত কবি মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা ৫ দিন মেয়াদী ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি খুলনায় তারেক রহমানের পক্ষে দাকোপে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের লিপলেট বিতরণ।। এদিকে চাপাইনবয়াবগঞ্জে ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকা সহ দুই জনকে আটক করেছে বিজিবি।। https://youtu.be/LmFDyahzmxw
বিজ্ঞাপন:

দেশের  জনপ্রিয়  সংবাদ মাধ্যম সকালের সংযোগ ২৪ এ জেলা, উপজেলা,ক্যাম্পাস ও বিভাগে  সাংবাদিক নিয়োগ দিচ্ছেন। আগ্রহীরা যোগাযোগ করুন।

আমাদের জেলা সিরাজগঞ্জ

সকালের সংযোগ এডমিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

মহসিন আলম মুহিনঃ

আমরা গর্বিত আমাদের জেলা সিরাজগঞ্জকে নিয়ে,
আছে অনেক ইতিহাস ঐতিহ্য সিরাজীর “গঞ্জ” পেয়ে।।

বেলকুচির মহান মানুষ সিরাজ উদ্দিন চৌধুরী,
তার হাতে নিলামে কেনা মৌজা ভুতের দিয়ার জমিদারী।।

কালের পরিক্রমায় ভুতের দিয়ার আজকের এই জেলা,
সিরাজ চৌধুরীর নামে নামকরণ সিরাজগঞ্জ-হাট বাজারের এক মেলা।।

পাট উৎপাদন আর পাট সরবরাহে সিরাজগঞ্জ সেরা,
নারায়ণগঞ্জের পরে পাট রফতানিতে এই জেলা নামকরা।।

ঢাকা থেকে উত্তর-পশ্চিমে একশত পঁচিশ কিলোমিটার দূর,
মনোরম শহর পুণ্যভুমি, ইতিহাস আর ঐশ্বর্য্যে ভরপুর।।

নয়টি উপজেলা, ছয়টি পৌরসভা সহ উন্নত এক জেলা,
জেলাতে জন্ম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজনীতির এক ভেলা।।

অনেক জ্ঞানী, অনেক গুণী ছিলো, আছে এই জেলার প্রাণ,
বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা সলঙ্গার আব্দুর রশীদ তর্কবাগীশ এই জেলার সন্তান।।

ভাষা সৈনিক আঃ মতিন ও ভাষা সৈনিক আলী আজমল বুলবুল সহ অনেক গুণীজনে ভরা,
কবি ইসমাইল হোসেন সিরাজী, ডঃ নজীবর রহমান সাহিত্যরত্ন, সাহিত্যিক বরকতুল্লাহ এরাও ছিলেন কৃতিত্বে সেরা।।

জেলার গর্ব বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ফোকলোরবিদ উপাচার্য ডঃ মাজহারুল ইসলাম;
ভাষা বিজ্ঞানী সাহিত্যিক ডঃ আবদুল্লাহ আল-মুতি-শরফুদ্দিন, মরহুম মৌলভী রওশন আলী খন্দকার, কবি মহাদেব সাহাকে হাজার সালাম ও প্রণাম।।

কবি মোহন রায়হান, কবি রজনীকান্ত সেন, অভিনেত্রী সুচিত্রা সেন, কামাল লোহানী, ফতেহ লোহানী, বিখ্যাত সাংবাদিক ও উপস্থাপক ফজলে লোহানীর মত গুণী;
আরও অনেক গুণী ও সাহিত্যিকদের এই জেলা জননী।।

মুক্তিযোদ্ধা সমাচার, যাদের জন্য গর্বে ভরে উঠে বুক যারা জেলার অহংকার-আবদুর রউফ পাতা-(ভিপি), মোতাহার হোসেন তালুকদার এমএলএ, মোমিন তালুকদার এমএলএ, সৈয়দ হায়দার আলী এমপিএ, সৈয়দ হোসেন মনসুর, মহিউদ্দিন আলমগীর, আমির হোসেন ভুলু, আবদুল আজিজ মীর্জা, মরহুম রওশনুল হক এমপিএ, আনোয়ার হোসেন রতু, কে বি এম আবু হেনা এমপিএ, আজিজুল হক বকুল, খ. ম.আখতার হোসেন, মরহুম শাহজাহান আলী তারা, বিমল কুমার দাস, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কে এম হোসেন আলী হাসান, শফিকুল ইসলাম শফি, ফজলুল মতিন মুক্তা, আবু ইউসুফ সূর্য্য, গোলাম হায়দার খোকা, রবিউল ইসলাম-(গেরিলা), কমান্ডার আব্দুর রহমান, কমান্ডার আলহাজ্ব মোঃ আলতাব উদ্দিন-(চৌহালী), বাহাজ আলী কমান্ডার, শেখ আলাউদ্দিন, রাইফেলস ক্লাব সদস্য জহুরুল ইসলাম মিন্টু, আমজাদ হোসেন-(সেনা সদস্য), গাজী শাহজাহান আলী মোল্লা খোকন-(বেতিল), গাজী মোঃ মুজাম্মেল হক মুজাম-(খামার গ্রাম), গাজী মোঃ সাইদুর রহমান-(জননেতা ও সমাজসেবক এবং সাংবাদিক বেলকুচি), মুক্তিযোদ্ধা ও বিখ্যাত পপ সম্রাট গায়ক আজম খান-(বেলকুচি), বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভাষানী (তামাই), গাজী মোঃ আজহার আলী-(ভাঙ্গাবাড়ী), গাজী মোঃ শওকত আলী-(খামার গ্রাম), গাজী মোঃ মেশকাত আলী-(খামার গ্রাম), গাজী শামসুল আলম সামু-(খামার গ্রাম), বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মরহুম আবুল কাশেম মাল-(খামার গ্রাম), বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মানুষ গড়ার কারিগর বাবু ভোলানাথ শাহা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম-(বেতিল-কাদের প্রিন্সিপালের স্বজন), মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেম মন্ডল-(বেতিল), গাজী মোঃ আব্দুস সাত্তার-(বেতিল), প্রমুখ জেলার বীর মুক্তিযোদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তান-

আরও আছেন লুৎফর রহমান অরুণ, সোহরাব আলী সরকার, মোজাফফর হোসেন মোজাম, ইসাহাক আলী,
মোহাম্মদ হোসেন, বাহাদুর আলী, আজমল হক, শাহ আলী আকন্দ বীরবিক্রম, আশরাফ আলী আকন্দ, সিরাজুল ইসলাম খান, আব্দুর রশিদ-(বেড়া খারুয়া), আবু সামা-(গোপালপুর), গাজী নুরুল ইসলাম-(বেলকুচি), গাজী মোঃ নুরুল ইসলাম মুন্সী-(চন্দনগাতী-আসাদ ও হাজী আরিফের বাবা), প্রয়াত বাবু বংশী বদন শাহা-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-বেলকুচি), গাজী মোঃ আব্দুল বাকি-(বেড়া খারুয়া), এ কে এম মাহবুবুল ইসলাম এমপিএ, রওশন ইয়াজদানী ভুঁইয়া বীর প্রতীক, হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, গোলাম কিবরিয়া, টি এম শামীম, মোঃ আব্দুর রহমান এমপিএ ও রফিকুল আলম খান ও মহকুমা প্রশাসক শহীদ শামসুদ্দীন-(জন্ম টাঙ্গাইল)-সহ অনেক নাম জানা-অজানা জেলার বীরাঙ্গনাদের রয়েছে কৃতিত্ব পূর্ণ অবদান।।

সাবেক শিল্প মন্ত্রী আবদুল্লাহ-আল-মাহমুদ, সাবেক প্রধান মন্ত্রী ক্যাপ্টেন মনসুর, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; বিজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট চক্ষু চিকিৎসক বিভিন্ন মন্ত্রনালয়ের সাবেক সফল মন্ত্রী ডাঃ এম.এ. মতিন-
আরো আছেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক মরহুম আব্দুল লতিফ মীর্জা-(এমপি ও সাবেক প্যানেল স্পীকার-উল্লাপাড়া), আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খান-(সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী-নিবাস উল্লাপাড়া), সাবেক এম.পি মীর্জা মোঃ মুরাদুজ্জামান, সাবেক সফল মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ লতিফ বিশ্বাস এমপি-(মৎস ও পশুসম্পদ মন্ত্রনালয়-নিবাস বেলকুচি), বিশিষ্ট শিল্পপতি ও সাবেক এমপি আব্দুল মজিদ মন্ডল-(রূপনাই),
সাবেক মন্ত্রী মোঃ নাসিম-(কাজিপুর-সিরাজগঞ্জ), ডঃ মোঃ সেলিম-(কাজিপুর-সিরাজগঞ্জ), ডঃ জান্নাত আরা তালুকদার হেনরী-(সাবেক এমপি-সিরাজগঞ্জ), মোছাঃ রুমানা মাহমুদ-(সাবেক এমপি-সিরাজগঞ্জ), ডাঃ হাবিবে মিল্লাত মুন্না-(সাবেক এমপি-সিরাজগঞ্জ), বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ ইউসুফ তালুকদার, মোঃ জাহিদ হাসান-(অভিনেতা-সিরাজগঞ্জ), বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা মোঃ আশরাফ উদ্দিন উজ্জল-(সিরাজগঞ্জ), ছবি বিশ্বাস-(অভিনেতা), মোঃ আলী রাজ-( অভিনেতা), ইঞ্জিনিয়ার আবুল হায়াৎ-(অভিনেতা ও নাট্য ব্যাক্তিত্ব), মরহুম আব্দুল আজিজ কালা আজিজ-(অভিনেতা-সিরাজগঞ্জ), মোঃ মুজাম্মেল হক-(অভিনেতা), মোঃ রাজা মিয়া-(কৌতুক অভিনেতা-সোহাগপুর) মোঃ শহিদুল্লাহ খান এমপি-(বেলকুচি), বিশিষ্ট শিল্পপতি ও বাহেলা খাতুন চক্ষু হাসপাতাল এবং বেলকুচির দৃষ্টি নন্দন বাহেলা আমান জামে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুল হাই সরকার-(পরিচালক ঢাকা ব্যাংক ও সভাপতি বাংলাদেশ ব্যাংকারস এসোসিয়েশন-নিবাস বেলকুচি), শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আলতাব হোসেন সরকার-(বেলকুচি), শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আবু কোরাঈশ খান-(বেলকুচি), বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী এবং সমাজসেবক আলহাজ্ব মোঃ সিদ্দিক খান সাহেব-(বেলকুচি), জনাব মোঃ শহিদুল ইসলাম এমপি-(বেলকুচি-কামারখন্দ) ও মুসলিম লীগের এমপি আব্দুল মতিন-(বেলকুচি)-প্রমুখ জেলার কৃতি সন্তান এদের আছে অনেক অবদান।।

এহেন ক্ষণে পড়ে না মনে, আরও ছিলেন-আছেন কত শত গুণীজন এখানে লিখছি তাদের কথা যাদের কথা পড়ছে স্মরণ-
সাবেক শিল্প উপমন্ত্রী আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন-(শাহজাদপুর), হুসাইন শহীদ মাহমুদ গ্যাদন-(শাহজাদপুর),-ফেরদৌস হোসেন ফুল-(শাহজাদপুর), কামরুদ্দিন এহিয়া খান মজলিস এমপি-(শাহজাদপুর), বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র হালিমুল হক মীরু-(শাহজাদপুর), মেয়র মনির আক্তার খান তরু লোদী-(শাহজাদপুর), হাসিব খান তরুণ-(শাহজাদপুর), এম আকবর আলী এমপি-(উল্লাপাড়া), মেয়র মোঃ নজরুল ইসলাম-(শাহজাদপুর), বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুর রহমান পিপি-(শাহজাদপুর), এ্যাডভোকেট আব্দুর রহমান-(বেলকুচি), এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি-(আজগড়া), প্রফেসর মোঃ ইব্রাহিম হোসেন-(সাবেক অধ্যক্ষ ঘোড়শাল সাহিত্যক বরকতুল্লাহ কলেজ)-; বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব প্রফেসর আজাদ রহমান, সহকারী অধ্যাপক মোঃ আবু হানিফ-(খুকনী), সহকারী অধ্যাপক মোঃ আব্দুল গফুর লাল্টু-(গোপরেখী), প্রফেসর মোঃ বদিউজ্জামান টুকু সাহেব-(বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ-গোপরেখী), বিশিষ্ট তাঁত শিল্প ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব লাভলু মিয়া-(খামার গ্রাম), বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ খান সাহেব-(তামাই), বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ আব্দুল কাদের সাহেব-(রূপনাই), বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ বাদল সাহেব-(এনায়েতপুর), জনাব চয়ন ইসলাম এমপি, মেরিনা জামান কবিতা এমপি-শাহজাদপুর), ডক্টর এমএ মুহিত, মোঃ আব্দুল আলীম মন্ডল-(বিশিষ্ট শিল্পপতি) মোঃ জুবায়েল মন্ডল-(বিশিষ্ট শিল্পপতি) ও সাবেক এমপি জনাব মোঃ আবদুল মমিন মন্ডল-(বেলকুচি ও চৌহালী আসন এবং বিশিষ্ট শিল্পপতি ও কর্ণধার মন্ডল গ্রুপ), সহ-(বেলকুচি-চৌহালী)-প্রমুখ গুণীজন-

আরও আছেন ও ছিলেন অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি, ইসাহাক তালুকদার এমপি, শফিকুল ইসলাম শফি এমপি, আব্দুল মান্নান তালুকদার এমপি,
সাবেক প্রতিমন্ত্রী মেজর অবঃ মঞ্জুর কাদের এমপি-(প্রতিষ্ঠাতা এনায়েতপুর নতুন বৃহৎ কাপড়ের হাট), জননেতা আলহাজ্ব মোঃ বাবলু খান সাহেব-(সিনিয়র বিএনপি নেতা-বেলকুচি), বিচারপতি জনাব মুজাম্মেল হক এমপি-(বেলকুচি-কামারখন্দ), মোঃ নুরুল ইসলাম চাঁন মিয়া এমপি-(চৌহালী), মোঃ মাহবুবুল আলম খোকা এমপি-(চৌহালী), মরহুম প্রফেসর শাহজাহান আলী এমপি-(চৌহালী), এ্যাডভোকেট মোহাম্মদ আলী-(সুপ্রীম কোট-সুবর্ণ সাড়া), কবির বিন আনোয়ার-(সাবেক মন্ত্রী পরিষদ সচিব), সাবেক প্রতিমন্ত্রী মোঃ আনসার আলী সিদ্দিকী এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুখ রেজা-(চৌহালী উপজেলা), জনাব মোঃ বেল্লাল হোসেন-(সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক-চৌহালী), বিশিষ্ট শিল্পপতি আব্দুস সালাম কুটি-(চৌহালী), ব্যারিষ্টার বেলাল হোসেন-(বিশিষ্ট আওয়ামী লীগ নেতা), এ্যাডভোকেট আব্দুল খালেক-(আওয়ামী লীগ নেতা), মোছাঃ মাহফুজা খাতুন-(সাবেক উপজেলা চেয়ারম্যান চৌহালী); ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-(অর্থপেডিক সার্জন-চৌহালী), ডাঃ মোঃ মনোয়ার হোসেন-(অর্থপেডিক সার্জন-বেলকুচি), জনাব ডাঃ মোঃ আবদুল্লাহ আল-আমিন-(বিশিষ্ট কলোরেক্টাল সার্জন-চৌহালী); ডাঃ মোঃ সেলিম রেজা-(মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ-বেলকুচি); প্রফেসর মোঃ রইস উদ্দিন ভুঁইয়া-(বীর মুক্তিযোদ্ধা, কথা সাহিত্যিক ও সাবেক সিনিয়র বাংলা শিক্ষক বেলকুচি ডিগ্রী কলেজ-তামাই); মোঃ আব্দুল হামিদ-(কবি ও সাহিত্যিক-প্রভাষক বেলকুচি মহিলা ডিগ্রি কলেজ-বেলকুচি); ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম-(সাবেক উপজেলা চেয়ারম্যান বেলকুচি); মোছাঃ নাসরীন আক্তার পারভীন-(সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান), মোছাঃ আলেয়া বেগম-(সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ), মোঃ তাজ উদ্দিন আহমেদ-(সাবেক উপজেলা চেয়ারম্যান-চৌহালী); সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব কামরুজ্জামান ছোরমান-(চৌহালী উপজেলা), সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ আবদুল্লাহ আল মামুন প্রমুখ এ জেলার কৃতি সন্তান।।

কত লিখবো সাহিত্যিক শহিদুল হক জহির-কথাসাহিত্যিক অনামিকা হক লিলি, কবি নাসির উদ্দীন মালিথা,
কথা সাহিত্যিক সৈয়দা ইসাবেলা, কবির বিন আনোয়ার-(সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও কথা সাহিত্যিক), বীর মুক্তিযোদ্ধা জনাব ইসাহাক খান-(বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক)-
মকবুলা মঞ্জুর গল্প ও ছড়াকার;
আবার গণিত সম্রাট যাদব চন্দ্র চক্রবর্তী ও ডঃ আবদুল হামিদ ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ভাইসচ্যান্সেলর।।

এ জেলার আরও কৃতিসন্তান শিক্ষাবিদ ডঃ আঃ খালেক-(শাহজাদপুর), মরহুম এইচটি ইমাম এমপি-(উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ-উল্লাপাড়া), সাবেক প্রিন্সিপাল মরহুম আব্দুল কাদের সাহেব-(বেতিল), বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ মোঃ আশরাফুল ইসলাম-(সিরাজগঞ্জ), ডাঃ মোঃ শহীদুল্লাহ-(সিরাজগঞ্জ), মরহুম অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন সাহেব-(সাবেক স্বনামধন্য প্রিন্সিপাল বেলকুচি সরকারি ডিগ্রী কলেজ-বেলকুচি), সহকারী অধ্যাপক বাবু মৃনাল কান্তি দত্ত-(বেলকুচি ডিগ্রি কলেজ -কামারখন্দ), খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল ও ড্রাগ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা জনাব ডাঃ মীর মোঃ আমজাদ হোসেন-(এনায়েতপুর), জনাব মোঃ ইউসুফ সাহেব-(চেয়ারম্যান ট্রাষ্টি বোর্ড, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়-এনায়েতপুর), জনাব মোঃ হায়দার আলী-(মেডিসিন ডিরেক্টর ড্রাগ ইন্টারন্যাশাল-এনায়েতপুর), জনাব ডাঃ নুর মোহাম্মদ নয়ন-(রক্ত রোগ ও রক্ত ক্যানসার বিশেষজ্ঞ), জনাব ডাঃ আব্দুল মজিদ-(খামার গ্রাম), হাজী মোঃ শাহজাহান সরকার-(সাবেক সচিব-ভুমি মন্ত্রনালয়-খামার গ্রাম), মোঃ আশরাফুল মোমিন-(সচিব-নিবাস-খামার গ্রাম), মরহুম ডঃ গোলাম সারোয়ার-(প্রফেসর গ্রীন ভাইল ইউনিভার্সিটি -আমেরিকা), মরহুম ডঃ শামসুজ্জোহা সরকার-(সাবেক ব্যাংক কর্মকর্তা-আমেরিকায়), ডাঃ রিফাত ফারহানা ইসলাম-(এমবিবিএস-ঢাকা-নিবাস-খামার গ্রাম), ডঃ শরীফ আহমেদ ওয়ালী-(পিএইচডি চলমান-আমেরিকা-নিবাস-খামার গ্রাম), ডাঃ ওয়াহিদা নার্গিস পলি-(এমবিবিএস.এফসিপিএস-নারায়ণগঞ্জ-নিবাস-ঢাকা), ডাঃ মোঃ আমান সরকার এমবিবিএস-(প্রতিষ্ঠাতা-মেডিএইড হাসপাতাল-ঢাকা-নিবাস-খামার গ্রাম), ডাঃ মোঃ মুরাদ সরকার এমবিবিএস-(ঢাকা-নিবাস-খামার গ্রাম), ডাঃ রূপা সুমী এমবিবিএস-(গোপরেখী), ডাঃ সুমী মাহমুদ এমবিবিএস-(গোপরেখী), ইঞ্জিনিয়ার মোঃ আবু হেলাল -(উল্লাপাড়া), মোছাঃ সুলতানা পারভীন লাকী-(আবৃত্তি শিল্পী-এনায়েতপুর-উল্লাপাড়া), মোছাঃ শেফালী খাতুন-(মনোবিজ্ঞান-সহকারী অধ্যাপক দৌলতপুর ডিগ্রি কলেজ-এনায়েতপুর), মোঃ রেজাউল করিম-(সাধারণ সম্পাদক বেলকুচি প্রেসক্লাব), মোঃ রফিক মোল্লা-(সাধারণ সম্পাদক এনায়েতপুর প্রেসক্লাব), আলহাজ্ব মোঃ আঃ সামাদ-( সাংবাদিক ও সভাপতি এনায়েতপুর প্রেসক্লাব), মোঃ আলী মনসুর-(সমাজসেবক-এনায়েতপুর), মোহাম্মদ আলী সরকার লিমন-(অফিসার-রেডিয়্যান্স গ্রুপ), মোছাঃ খাদিজাতুল কুবরা লিমা-(শিক্ষিকা), মরহুম মতিয়ার রহমান চৌধুরী-(সাবেক ম্যানেজার জনতা ব্যাংক), মোঃ আশরাফুল মোমিন-(সচিব-নিবাস-খামার গ্রাম), জনাব ডাঃ মোঃ মেহেদী হাসান মোল্লা তন্ময় এমবিবিএস-(গোপালপুর), জনাব ডাঃ মোঃ তানভীর মোল্লা এমবিবিএস-গোপালপুর), জনাব ডাঃ মোঃ ওলিউল্লাহ এমবিবিএস-খামার গ্রাম), মরহুম ডঃ মেজবাহ উদ্দীন আহমেদ-(ভূতত্ত্ববিদ-খামার গ্রাম), মরহুম জনাব প্রকৌশলী মোঃ মোখলেসুজ্জামান শেখ সাহেব-(সাবেক মহাপরিচালক ও প্রধান প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড-নিবাস-গোপালপুর), আলহাজ্ব শেখ মোঃ নাজমুল হোসেন সাহেব-(বিশিষ্ট তাঁত শিল্প ব্যবসায়ী ও সমাজসেবক-এম.ডি-ভাজন ডাইং-নিবাস গোপালপুর), মরহুম আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন-(বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও সমাজসেবক-গোপালপুর), মরহুম মোঃ আনিসুজ্জামান মন্টু শেখ-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-গোপালপুর), বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ কবিরুজ্জামান সাহেব-(গোপালপুর), ডাঃ মোঃ ওয়াদুদ সরকার-(মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ-খামার গ্রাম), মরহুম আলহাজ্ব মোঃ শামসুল হুদা সাহেব-(এম.ডি-ট্রেড ওয়েলকাম-সিনিয়র বিএনপি নেতা-গোপরেখী), মরহুম জনাব খায়রুল আলম দালাল-(সাবেক প্রধান কর্মকর্তা-বাংলাদেশ পরমানু শক্তি কমিশন-সাভার-ঢাকা-নিবাস-খামার গ্রাম-এনায়েতপুর), আলহাজ্ব মোঃ কামরুজ্জামান লিচু -(এমডি-ভাজন এ্যাপারেলস), আলহাজ্ব মোঃ নুরুল হুদা সাহেব-(বিশিষ্ট রং ব্যবসায়ী ও সমাজসেবক), মরহুম আলহাজ্ব মোঃ আবুসাঈদ সাহেব-(প্রতিষ্ঠাতা নূরানী মহিউস-সুন্নাহ মাদ্রাসা ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক-আজগড়া), জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলীম-(সিনিয়র বিএনপি নেতা ও সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ ও সাবেক বিএনপির সহ প্রচার সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক ঢাকসু-নিবাস তামাই), জনাব অধ্যক্ষ আলী আলম-(সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় মসলিজে সুরা সদস্য এবং জেলা নায়েবে আমীর জামায়াতে ইসলামী বাংলাদেশ-বেলকুচির কৃতি সন্তান), জনাব মোঃ হুমায়ুন ইসলাম খান-(সিনিয়র বিএনপি নেতা ও জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি), জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চু-(সাধারন সম্পাদক জেলা বিএনপি ও সিনিয়র বিএনপি নেতা), মোঃ রাশেদুল হাসান রঞ্জন-(১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র বিএনপি নেতা), রোমানা মোর্শেদ কনকচাঁপা-(সংঙ্গীত শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্ব), নাট্যকার ফারুখ শিয়ার-(সিরাজগঞ্জ), নাট্য ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, রায়হান কবির মিঠু-(সিরাজগঞ্জ), মোঃ শরীফুল আলম মিঠু-(বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক-খামার গ্রাম), মোঃ আইয়ুব আলী-(নজরুল একাডেমীর সাবেক সাধারন সম্পাদক-(সিরাজগঞ্জ), ফরিদুল ইসলাম সোহাগ-(নাট্য ব্যক্তিত্ব-সিরাজগঞ্জ), মোঃ নাজমুল হাসান-(নাট্য অভিনেতা-বেলকুচি), আলহাজ্ব আহমেদ মোঃ মোস্তফা খান বাচ্চু-(প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক-এনায়েতপুর), মরহুম প্রফেসর মোঃ আব্দুল হামিদ-(আজগড়া), বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম ফকির-(আজগড়া), বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ লুৎফর রহমান-(আজগড়া), মরহুম মীর মোঃ আব্দুল হান্নান-(ভূতত্ত্ববিদ-সাবেক জিএম বাপেক্সকো-আজগড়া), মেয়র সাজ্জাদুল হক রেজা-(বেলকুচি পৌরসভা), মোঃ সাজেদুল হক-(সাবেক ভিপি বেলকুচি ডিগ্রী কলেজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান-বেলকুচি), মোঃ হুমায়ন আহমেদ-(বন্ধু-সাবেক ভিপি বেলকুচি ডিগ্রী কলেজ-গুপিনাথপুর), মোঃ সোহেল রানা লিটন-(সাবেক জিএস-বেলকুচি ডিগ্রি কলেজ-খামার গ্রাম), মোঃ নজরুল ইসলাম-(সাবেক জিএস-গোপালপুর), মরহুম ফজলুল হক-(ভিপি ফজলু-বেলকুচি ডিগ্রি কলেজ), মোঃ আজগর আলী-(সাবেক ভিপি বেলকুচি ডিগ্রী কলেজ), মোঃ আব্দুল হান্নান-(সাবেক ভিপি বেলকুচি ডিগ্রি কলেজ), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ কামরুল হাসান লাবু-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-খামার গ্রাম), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শোয়েব আলী-(বওড়া), মোঃ শরিফুল আলম মিঠু-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল গফুর সাহেব-(সাবেক প্রিন্সিপাল এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসা), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল আলম লাকী-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ), সেবক মরহুম আলহাজ্ব মোঃ আব্দুল কদ্দুস মুন্সী-(সমাজ সেবক ও প্রতিষ্ঠাতা সদস্য ক্যালিকো কটন মিলস লিমিটেড), প্রফেসর মোঃ মোশাররফ হোসেন সাহেব-(সাবেক ডীন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ-বেলকুচি সরকারি ডিগ্রী কলেজ- গোপরেখী), জনাব মোঃ মোশাররফ হোসেন- (পিটিআই শিক্ষক -কামারপাড়া), বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম আলহাজ্ব হাফেজ মোঃ ছামান আলী সাহেব- (একাধিক হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সহস্রাধিক হাফেজদের ওস্তাদজী-গ্রামঃ-শাহপুর), জনাব মাওলানা মোঃ মতিয়ার রহমান- (খুকনী-সাবেক খতিব গোপরেখী কেন্দ্রীয় জামে মসজিদ), মরহুম ডঃ মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন আজাদ-(খামার গ্রাম), আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ মাষ্টার-(সাবেক প্রধান শিক্ষক ও আমার শিক্ষাগুরু খামার গ্রাম ৫৬ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়), প্রয়াত বাবু অমুল্য কুমার সরকার-(সাবেক প্রধান শিক্ষক খামার গ্রাম ৫৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়), মরহুম মাওলানা মোঃ ওসমান গনি খান সাহেব-(এনায়েতপুর), মরহুম মাওলানা মোঃ নুরুল আলম আনছারী-(কৈজুরী), মাওলানা মোঃ নুরুল আলম-(খতিব খামার গ্রাম বায়তুন নুর জামে মসজিদ), মাওলানা মোঃ আমিরুল ইসলাম সাহেব-(মুহতামিম বন্ধন তালেবুল এলেম মাদ্রাসা ও খতিব বেতিল খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠ), মাওলানা মোঃ মারুফ হাসান-(গোপালপুর), ব্যারিষ্টার মোঃ আনিছুর রহমান মোল্লা-(লন্ডন-নিবাস গোপালপুর), ডঃ মোহাম্মদ আলী-(আসিস্টেন্ট সিনিয়র প্রফেসর-আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ঢাকা-নিবাস গোপরেখী), ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী- (আমেরিকা-গোপরেখী), মরহুম শহীদ হাফেজ মোঃ সিয়াম-(বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনায়েতপুরের প্রথম শহীদ-গোপরেখী-এনায়েতপুর-সিরাজগঞ্জ), মরহুম শহীদ মোঃ শিহাব-(বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-মাধবপুর), মোঃ মফিজ উদ্দিন মোল্লা-(নেতা ও সমাজসেবক সাবেক বেতিল-খামার গ্রাম), মোঃ আবুতারা সরকার-(নেতা ও সমাজসেবক-খামার গ্রাম), মোছাঃ উম্মে সালমা-(প্রভাষক পদার্থ বিজ্ঞান-খামার গ্রাম ডিগ্রী কলেজ), মোঃ আমিরুল ইসলাম-(প্রভাষক কেমিস্টি-খামার গ্রাম ডিগ্রী কলেজ ও প্রতিষ্ঠাতা পরিচালক সিলিকা মডেল স্কুল), মোছাঃ তাহমিনা পারভীন-(প্রভাষক-খামার গ্রাম ডিগ্রী কলেজ-খামার গ্রাম), মোঃ রাশেদুল ইসলাম-(আইসিটি প্রভাষক-খামার গ্রাম ডিগ্রী কলেজ), মোঃ মর্তুজ আলী-(প্রভাষক-বাংলা-খামার গ্রাম ডিগ্রী কলেজ), ডাঃ নাদিয়া আফরিন এ্যানিএমবিবিএস-(গোপরেখী), মোঃ গোলাম মোস্তফা জুয়েল-(গ্রন্থাগার সহকারী-বেলকুচি ডিগ্রি কলেজ), মোঃ রাজিব ফেরদৌস-(এমডি পিজন ফ্যাশান লিমিটেড), মোঃ আলীম আল রাজী-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-খুকনী), হাজী মোঃ আবুতারা সওদাগর-প্রামাণিক-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সাবেক প্রসিদ্ধ আমানত শাহ ও নিশিপদ্ম লুঙ্গির প্রডিউসার-খামার গ্রাম), মোঃ মাহবুবুর রহমান সওদাগর-প্রামাণিক-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-খামার গ্রাম), মোঃ রফিকুল ইসলাম মুছা-(বিশিষ্ট সমাজসেবক), মোঃ রেজাউল করিম বিন মুছা-(ব্যবসায়ী ও সমাজসেবক গোপরেখী), হাজী মোঃ লাকী মল্লিক-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সিনিয়র বিএনপি নেতা), হাজী মোঃ সিরাজ চৌধুরী গং -(ব্যবসায়ী ও সমাজসেবক-বেতিল-খামারগ্রাম), মোঃ মাসুদ-(ছাত্র-পাওয়ার মাসুদ-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনায়েতপুর-খামার গ্রাম), মোঃ মফিজ উদ্দিন সরকার-(সাধারণ সম্পাদক বেতিল হাট বাজার বণিক সমিতি), মোঃ আব্দুল মান্নান মোল্লা-(সভাপতি বেতিল হাট বাজার বনিক সমিতি ও পরিচালক বেতিল খামার গ্রাম ঈদগাহ মাঠ ও কবরস্থান),-

আরও কত মায়া মমতায় ভরা মুখ গুলো আছে আমাদের অজানা,
হৃদয়ের উষ্ণতা দিয়ে সেই মুখগুলো টেনে টেন কাছে আনা-উপমহাদেশের প্রখ্যাত সাধক ও ইসলাম প্রচারক খাজা বাবা শাহ সুফী ইউনুস আলী এনায়েতপুরী (রঃ); খাজা মোঃ হাশেম উদ্দিন সাহেব-(বড় সাহেবজাদা), খাজা সাইফ উদ্দিন সাহেব-(মেজো সাহেবজাদা-এনায়েতপুরী), আলহাজ্ব খাজা মোঃ মোজাম্মেল হক-(সেজো সাহেবজাদা-এনায়েতপুরী), খাজা মোঃ কামাল উদ্দিন নুহ মিয়া-(গদিনিশীন হুজুর এনায়েতপুর পাক দরবার শরীফ), খাজা মোঃ আব্দুল কদ্দুস-(ছোট সাহেবজাদা-এনায়েতপুরী),
মুক্তিযোদ্ধা মরহুম হাফেজ মোঃ আবুল হোসেন সাহেব-(সাবেক সহকারী সচিব, সমাজ কল্যান ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়-বাংলাদেশ সচিবালয় ঢাকা-১০০০-খামার গ্রাম), মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আলাউদ্দিন সরকার-(খামার গ্রাম), মরহুম হাফেজ মোঃ আবুসাঈদ খান সাহেব-(প্রতিষ্ঠাতা-খামার গ্রাম এশায়াতুল উলুম মাদ্রাসা), মরহুম আলহাজ্ব মোঃ আব্দুল হাই সরকার-(প্রতিষ্ঠাতা-বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ-খামার গ্রাম), মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ সরকার-(প্রতিষ্ঠাতা-এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়), মরহুম আলহাজ্ব মোঃ গোলাম কদ্দুস শেখ-(বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর),-মোঃ আরিফুল ইসলাম সোহেল-(সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সিনিয়র নেতা জামায়াতে ইসলামী বাংলাদেশ-বেলকুচি), মরহুম মোঃ মফিজ উদ্দিন লাল খান সাহেব-(সাবেক মেয়র বেলকুচি পৌরসভা), সাবেক পৌর প্রশাসক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ভুঁইয়া-(সিনিয়র বিএনপি নেতা-বেলকুচি),
মরহুম হাফেজ মোঃ আবুল হোসেন সাহেব-(মুলাম হাফেজ সাহেব), বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব মোসলেম উদ্দিন সাহেব-(এনায়েতপুর), ডঃ মাইছার আহমেদ-(এনায়েতপুর), জনাব প্রফেসর মোঃ আনোয়ার হোসেন-(দৌলতপুর ডিগ্রী কলেজ-পাকুড়তলা), মরহুম হাফেজ আব্দুস শাকুর-(শুকুর হাফেজ সাহেব-সাবেক মুয়াজ্জিন বায়তুল মুকাররম জাতীয় মসজিদ), মরহুম হাফেজ মোঃ মুজাম্মেল হক-(মুজাম হাফেজ সাহেব-গোপরেখী), মরহুম আলহাজ্ব মোঃ মুজাম্মেল হক সওদাগর-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-খামার গ্রাম), মরহুম আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন সাহেব-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-খামার গ্রাম), বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল কাদের সাহেব-(সাবেক মুহতামিম বাড়াবাড়ি ট্যাংক লরী মাদ্রাসা-খুকনী), মরহুম আলহাজ্ব লাল মোহাম্মদ-(বিশিষ্ট মুরুব্বি ও সমাজসেবক-গোপরেখী), বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মরহুম জনাব আলহাজ্ব মোঃ এবাদুর রহমান-(এবাদ হাজী সাহেব খুকনী), আলহাজ্ব মোঃ বাকি সাহেব-(বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও সমাজ সেবক এবং সাবেক গভর্ণিং বডির সদস্য বেলকুচি সরকারি ডিগ্রী কলেজ), মরহুম আজাদ খসরু হেলাল-(সাবেক নেতা ও সাবেক গভর্নিং বডির সদস্য বেলকুচি ডিগ্রী কলেজ), জনাব হাজী মোঃ মুছা আহমেদ-(বিশিষ্ট মুরুব্বি ও সমাজ সেবক-খামার গ্রাম), আলহাজ্ব খন্দকার মকবুল হোসেন-(সাবেক চেয়ারম্যান সদিয়া চাঁদপুর ইউপি), মরহুম আলহাজ্ব মোঃ শাহজাহান আলী মীর সাহেব-(সাবেক চেয়ারম্যান সদিয়া চাঁদপুর ইউপি), জনাব আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দীন চৌধুরী-(সাবেক চেয়ারম্যান সদিয়া চাঁদপুর ইউপি), মরহুম আলহাজ্ব মোঃ কোরবান আলী প্রামাণিক-(বিশিষ্ট ব্যবসায়ী মনোহারী দোকানদার, দাতা ও সমাজসেবক-এনায়েতপুর), জনাব আলহাজ্ব ডাঃ মোঃ আঃ হাই সরকার-(চেয়ারম্যান সদিয়া চাঁদপুর ইউপি), মরহুম মোঃ লিয়াকত আলী-(চেয়ারম্যান সদিয়া চাঁদপুর), জনাব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খন্দকার-(সাবেক চেয়ারম্যান দৌলতপুর ইউপি ও সিনিয়র জেলা সদস্য জামায়াতে ইসলামী বাংলাদেশ), জনাব মোঃ জাহাঙ্গীর আলম জাহিদ-(চেয়ারম্যান ১নং সদিয়া চাঁদপুর ইউপি), জনাব মোঃ নজরুল ইসলাম-(সাবেক চেয়ারম্যান খুকনী ইউপি-খুকনী), জনাব আলহাজ্ব মোঃ মুল্লক চাঁন-(চেয়ারম্যান খুকনী ইউপি), বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষক জনাব মোঃ শাহজাহান আলী-(সাবেক চেয়ারম্যান খুকনী ইউপি), আলহাজ্ব মোঃ জয়েন উদ্দিন-(সাবেক চেয়ারম্যান-খুকনী ইউনিয়ন), জনাব মোঃ রাশেদুল ইসলাম সিরাজ-(সাবেক চেয়ারম্যান সদিয়া চাঁদপুর), মরহুম মোঃ মজিরুল হক তারা মেম্বর-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-খামার গ্রাম), মরহুম আলহাজ্ব হাফেজ মোঃ ইয়াকুব আলী সরকার-(বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক-খামার গ্রাম), মরহুম আলহাজ্ব মোঃ একরাম আলী সরকার-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-খামার গ্রাম), মরহুম আলহাজ্ব মোঃ আজিজুল হক বাজু হাজী সাহেব-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-খামার গ্রাম), মরহুম আজিজুল হক-(বিশিষ্ট ব্যবসায়ী গ্রীনট্রেডিং এর মালিক ও সমাজসেবক-বেতিল), মরহুম
আলহাজ্ব মোঃ বাকাউল্লাহ খান-(সমাজসেবক-এনায়েতপুর), মরহুম আলহাজ্ব শেখ মোঃ ময়নুল হক সাহেব-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-গোপালপুর), বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ শাহিদুল ইসলাম শাহেদ-(সিরাজগঞ্জ চেক ইন্ড্রাডাষ্টিজ লিমিটেড-খামার গ্রাম), প্রকৌশলী বাবু সুকমল মোদক-(খামার গ্রাম), ডঃ আরেফিন ওয়াদুদ লাকি-(তামাই), বিশিষ্ট সমাজসেবক ও জনদরদী আলহাজ্ব মোঃ ফজলুল হক সরকার-(তামাই), বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ মোঃ সেলিম রেজা-আমীর, জামায়াতে ইসলামী বাংলাদেশ এনায়েতপুর থানা-নিবাস গোপালপুর), মরহুম মীর মোঃ আব্দুর রশীদ-(সুবর্ণ সাড়া), মরহুম আলহাজ্ব মোঃ মিন্নত আলী সরকার-(চেয়ারম্যান ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন), মরহুম মনোয়ার হোসেন সিদ্দিকী তোতা সাহেব-(সমাজসেবক খামার গ্রাম), মোঃ রেজাউল করিম সিদ্দিকী বাবু-(উপস্থাপক, মা-মাটি ও মানুষ বিটিভি), নিউজ প্রেজেন্টার মোঃ ওয়াহিদুজ্জামান-(ইটিভি-এনায়েতপুর), মরহুম আলহাজ্ব মোঃ কোরবান আলী-(বিশিষ্ট সমাজসেবক-এনায়েতপুর), মরহুম আলহাজ্ব মোঃ ফয়েজ উদ্দিন প্রামাণিক-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-এনায়েতপুর), মরহুম ময়দান আলী প্রামাণিক-(সমাজসেবক-এনায়েতপুর), মরহুম মোঃ ফজল প্রামাণিক-(পানসী ফজল-সমাজসেবক এনায়েতপুর), মরহুম মোঃ হেছাম উদ্দিন সাহেব -(সমাজসেবক-এনায়েতপুর), মরহুম আব্দুল মজিদ দালাল-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-এনায়েতপুর), মরহুম মোঃ আনোয়ার হোসেন-(সমাজসেবক ও আগড়তলা ষড়যন্ত্র মামলার সাক্ষী-এনায়েতপুর),
আছেন জ্যোতির্বিজ্ঞানী
এফ, আর সরকার-(সাবেক সহ সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ এ্যাষ্ট্রোনমিকাল সোসাইটি-এনায়েতপুর); মরহুম আলহাজ্ব মোঃ মুজাফফর হোসেন তালুকদার-(শিক্ষানুরাগী ও সমাজসেবক-এনায়েতপুর), মরহুম মোঃ মোয়াজ্জেম হোসেন বড় খোকা-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-এনায়েতপুর), মরহুম আলহাজ্ব আব্দুস ছালাম সাহেব-(বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও সমাজ সেবক-খুকনী), মরহুম আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন সাহেব-(বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও সমাজসেবক), মরহুম আলহাজ্ব মোঃ শফি উদ্দিন সাহেব-শফি হাজী-(বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও সমাজসেবক-খুকনী), হাজী মোঃ ফিরোজ-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-খুকনী), হাজী মোঃ আব্দুর রহমান-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক পরিচালক-ডায়মন্ড মার্সারাইজ-গোপরেখী), মোছাঃ কানিজ ফাতেমা বিউটি-(সচিব-জন্মস্থান খামার গ্রাম), বিশিষ্ট পল্লী চিকিৎসক ও স্বাধীনতা উত্তর নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান জনদরদী মরহুম ডাঃ নুরুল হক সরকার-(খামার গ্রাম), মরহুম আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন সরকার-(ব্যবসায়ী ও সমাজ সেবক-খামার গ্রাম), মরহুম আলহাজ্ব আব্দুল মোন্নাফ-(ব্যবসায়ী ও সমাজসেবক-খামার গ্রাম), মরহুম আলহাজ্ব মোঃ আবুল কাশেম মোল্লা -(কবিরাজ-সমাজসেবক-খামার গ্রাম), মরহুম ডাঃ মোঃ সেরাজুল হক-(বিশিষ্ট হোমিওপ্যাথিক ডাক্তার-আহসান নগর ও খামার গ্রাম), বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কলেজের সাবেক প্রধান শিক্ষক মরহুম জনাব আব্দুর রশিদ সাহেব-(খামার গ্রাম), প্রয়াত বাবু নিখিল কুমার মোদক-(সাবেক প্রধান শিক্ষক-বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ), জনাব প্রফেসর মোঃ আবুসাঈদ সাহেব-(সাবেক অধ্যক্ষ, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ-(খামার গ্রাম), প্রফেসর আব্দুল গনি সরকার-(সাবেক কন্ট্রোলার খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়-খামার গ্রাম), মরহুম ডঃ শোয়েব আলী সরকার-(খামার গ্রাম),
বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক, বার বার জনগনের ভোটে নির্বাচিত ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মরহুম জনাব ওমর ফারুক সাহেব-(বেতিল); মরহুম মোঃ আব্দুল কদ্দুস মেম্বর-(খামার গ্রাম), মরহুম মোঃ চাঁন মেম্বর-(সমাজসেবক-খামার গ্রাম), প্রয়াত বাবু সুধীর মেম্বর-(খামার গ্রাম),আলহাজ্ব মোঃ মুজাম্মেল হক মোল্লা-(প্রবীণ মুরুব্বি, ব্যবসায়ী ও সমাজসেবক-খামার গ্রাম), আলহাজ্ব মোঃ আব্দুল কদ্দুস-(বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সভাপতি বেতিল হাট বাজার বণিক সমিতি-খামার গ্রাম), বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ ওহিদুল খান সাহেব-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-খামার গ্রাম),-দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব শেখ মোঃ আব্দুস সালাম-(ব্যবস্থাপনা পরিচালক টেক্সন গ্রুপ);- হাজী মোঃ আনোয়ার হোসেন খান সাহেব-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-খামার গ্রাম),-বিশিষ্ট শৈল্য চিকিৎসক চট্রগ্রাম মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও মেডি-এইড-কলাবাগান-হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক জনাব প্রফেসর ডাঃ নুরুল হক সরকার-(খামার গ্রাম), সাবেক বিএমএ-র পরিচালক ও সমাজ কল্যানমুলক প্রতিষ্ঠান “ওয়ার্ক”-এর সম্মানিত সভাপতি ডাঃ এ.কে খান সাহেব-(এনায়েতপুর), স্বনামধন্য চিকিৎসক ডাঃ মোতাহার হোসেন তালুকদার-(তোতা ডাক্তার এনায়েতপুর), মরহুম আলহাজ্ব মোঃ মুজাফফর হেসেন তালুকদার-(শিক্ষানুরাগী ও সমাজসেবক), বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জননেতা জনাব মোঃ সাইদুল ইসলাম-(বিএনপি নেতা-এনায়েতপুর), সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক ও জননেতা জনাব শেখ মনোয়ার হোসেন-(বেতিল), মরহুম হাজী মোঃ চাঁন সওদাগর-(মুরুব্বি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সাহিত্যনুরাগী), বিশিষ্ট তাঁত শিল্প ব্যবসায়ী মরহুম মোঃ মিজানুর রহমান প্রামানিক-(নবা সাহেব-সমাজসেবক ও মুরুব্বি-খামার গ্রাম), প্রফেসর মোঃ আনোয়ার হোসেন-(দৌলতপুর ডিগ্রী কলেজ), মোঃ আব্দুল জলিল তালুকদার-(সহকারী শিক্ষক মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় ও ইম্পেরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা), জনাব মোঃ আঃ মতিন-(হেড মাষ্টার-৫৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়-খামার গ্রাম), জনাব আলহাজ্ব মোঃ এস.এম হেলাল সরকার-(ম্যানেজার-ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক-নিবাস-খামার গ্রাম), জনাব মোঃ আবুল কালাম আজাদ-(শিক্ষক-খামার গ্রাম ডিগ্রী কলেজ), জনাব মোঃ বাদল সরকার-(শিক্ষক ও সমাজসেবক-খামার গ্রাম), জনাব বাবু সুব্রত মালাকার-(প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও প্রধান সমন্বয়কারী-স্বাপ্নিক প্রিপেরিটরি স্কুল-খামার গ্রাম), জনাব মোঃ রিয়াজুল হাসান খোকন-(ওসি তদন্ত অফিসার-নিবাস-খামার গ্রাম), জনাব মোঃ মুক্তার হোসেন-(সিনিয়র অফিসার-ইসলামী ব্যাংক লিমিটেড), জনাব মোঃ ইকবাল হাসান রিপন-(অফিসার-আলআরাফাহ ইসলামী ব্যাংক), মরহুম আইয়ুব আলী দারোগা-এনায়েতপুর), মরহুম আব্দুল কাদের-(হোমিও ডাক্তার ও খাদেম এনায়েতপুর দরবার শরীফ), মরহুম ডাঃ আঃ হাকিম-(হোমিও ডাক্তার ও খাদেম এনায়েতপুর দরবার শরীফ), জনাব মোঃ লুৎফর রহমান রঞ্জু-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-প্রোপাইটর-সাউদা এন্টারপ্রাইজ-ঢাকা-নিবাস খামার গ্রাম), জনাব মোঃ-আনোয়ার আনাম-(সহকারী শিক্ষক মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়), মোঃ আব্দুস সালাম বিএসসি-( সাবেক শিক্ষক এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসা), জনাব আলহাজ্ব মোঃ আব্দুল মতিন সাহেব-(সাবেক প্রধান শিক্ষক এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও সুপ্রভা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক-গোপরেখী), মরহুম মোঃ ইউনুস আলী-(সাবেক প্রধান শিক্ষক এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়), মরহুম হাজী সোলায়মান হোসেন সাহেব-(সিনিয়র শিক্ষক এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়), মরহুম আনসার আলী খান জয়-(সাবেক ছাত্র নেতা ও বিএনপি নেতা), জনাব মোঃ আব্দুল মতিন সরকার-(প্রধান শিক্ষক ৫৬ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়), জনাব মোঃ আবু বক্কার সিদ্দিক-(প্রধান শিক্ষক গাবের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়), মরহুম আব্দুল খালেক সাহেব-(সাবেক প্রধান শিক্ষক এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়), প্রয়াত বাবু নিখিল কুমার মোদক-(সাবেক প্রধান শিক্ষক বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলজে),-বাবু লোকেনদ্রনাথ ঘোষ-(সাবেক প্রিন্সিপাল খামার গ্রাম ডিগ্রী কলেজ), লেফটেন্যান্ট কর্নেল মোঃ মামুন সরকার-(ঢাকা-নিবাস-খামার গ্রাম), মেজর মোঃ ফিরোজ আহমেদ-(খামার গ্রাম-উলাপাড়া), মরহুম গিয়াস উদ্দিন মাষ্টার-(সাবেক প্রধান শিক্ষক বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজ), জনাব মোঃ হাফিজুর রহমান জোয়ার্দার-(ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ), জনাব মোঃ আব্দুল মতিন মুন্সী-(সাবেক উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক-গোপরেখী), মোঃ রানা সামি মাসুদ-(সি.এস.এম-আইএফআইসি ব্যাংক-গোপরেখী), এ.বি.এম আশরাফুল আলম বিএসসি-(সিনিয়র শিক্ষক-খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-গোপরেখী); মরহুম আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ সাহেব-(হেড মাষ্টার-খুকনী হাই স্কুল-খুকনী), আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক সাহেব-(মুতামিম-খুকনী জামিয়া কওমিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা-আটার দাগ-খুকনী), আলহাজ্ব হাফেজ মোঃ রফিকুল ইসলাম-(মুহতামিম-নুরানী মহিউসসুন্নাহ মাদ্রাসা-আজগড়া), মরহুম মোঃ আব্দুল হক প্রামাণিক-(সমাজসেবক-খামার গ্রাম), আলহাজ্ব মোঃ ইমাম গাজ্জালী মুন্সি-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খামার গ্রাম), মরহুম আলহাজ্ব মোঃ আবুসাঈদ মুন্সী-(বিশিষ্ট ব্যবসায়ী ও দ্বীনি শিক্ষার মুরুব্বি ও সমাজসেবক), জনাব ডাঃ মোঃ মুর্শিদ আলম-(বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সমাজসেবক-রাজশাহী,জন্মস্থান খামার গ্রাম),-মোঃ রহমতুল্লাহ বিএসসি-(বিএসসি শিক্ষক বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড স্কুল-সালদাইড়), এ্যাডভোকেট মোঃ বাকবুল হোসেন নিউটন-(সালদাইড়),-মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং সুন্দর কন্ঠের অধিকারী কন্ঠশিল্পী মরহুম জনাব মোঃ শফি উদ্দিন সরকার-(শিল্পী শফি-খামার গ্রাম), ডাঃ মোঃ মারুফুল ইসলাম মারুফ-(বিশিষ্ট প্লাস্টিক সার্জন ও বার্ণ বিশেষজ্ঞ চিকিৎসক সাবেক বিভাগীয় প্রধান রংপুর মেডিকেল কলেজ-চক খামার গ্রাম), প্রয়াত ডাঃ বিজয় গোবিন্দ দত্ত-(বিজয় ডাক্তার-বিশিষ্ট হোমিওপ্যাথিক ডাক্তার-খামার গ্রাম), মোঃ ফারুখ শিয়ার তালুকদার ফরহাদ-(লেখক-এনায়েতপুর), মোছাঃ ছাবিকুন্নাহার ছবি-(মেধাবী শিক্ষার্থী ও সহকারী শিক্ষিকা এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়),-বাবু ফণিন্দ্রনাথ বিএসসি ফণি মাষ্টার-(সাবেক সহকারী বিএসসি শিক্ষক বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পরবর্তীতে প্রধান শিক্ষক সিরাজগঞ্জ হাই স্কুল-নিবাস শোলাকুড়া), মোঃ শামসুল আলম মাষ্টার-(অ্যাসিস্টেন্ট হেড মাষ্টার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ-কল্যাণপুর), বাবু অমল সরকার-(পিটিআই শিক্ষক-খামার গ্রাম), বাবু অসীম কুমার মোদক-(সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজউক-খামার গ্রাম), প্রয়াত শ্রীযুক্ত বাবু শৈলেন্দ্রনাথ মোদক-(সাবেক সহকারী শিক্ষক গাবের পাড়া প্রাইমারি স্কুল), শ্রী দীপক কুমার সরকার-(সাবেক সহকারী শিক্ষক বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ), প্রয়াত শ্রী মনিন্দ্রনাথ সরকার-(সাবেক প্রধান শিক্ষক-বেতিল ২নং প্রাইমারি স্কুল), শ্রী জোগেশচন্দ্র সরকার-(সাবেক প্রধান শিক্ষক এনায়েতপুর প্রাইমারি স্কুল), ডাঃ রাসমোহন দাসএমবিবিএস-(কামারপাড়া), শ্রী বাবু স্বপন কুমার-(বিশিষ্ট ব্যবসায়ী-প্রতিষ্ঠাতা রাণী জুয়েলার্স-খামার গ্রাম), মরহুম মাওলানা মোঃ শামসুল হক-(কল্যানপুর), মরহুম মৌলভী আবেদ আলী জোয়ার্দার-(প্রতিষ্ঠাতা এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা), মোঃ আব্দুল আওয়াল-(মেকানিক্যাল ইঞ্জিনিয়ার-গোপরেখী), মোঃ সাজিদুল আলম সাজিদ-(ইঞ্জিনিয়ার-অস্ট্রেলিয়া-খামার গ্রাম), প্রিন্সিপাল মোঃ হায়দার আলী-(খামার গ্রাম ডিগ্রী কলেজ-বেলকুচি), ডাঃ মোঃ আবু রেজা তালুকদার-(ডিভিএম. এমএস-মাইক্রোবায়োলজী-বিসিএস-লাইফষ্টক), বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আলহাজ্ব মোঃ ছায়েব উদ্দিন খান নান্নু-(এনায়েতপুর), সামাজিক উন্নয়ন ও যুবকদের প্রিয় মুখ মুসফিকা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম খায়রুল আনাম শেখ-(এনায়েতপুর), মরহুম কবি জুলফিকার সাইদুল-(মবুপুর), বিশিষ্ট বলি বল খেলোয়াড় মোঃ মফিজুল ইসলাম-(তামাই-বর্তমান কোচ বাংলাদেশ বলি বল ফেডারেশান), জনাব আলহাজ্ব মোঃ সোলায়মান হোসেন-(বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা হাজী সোলায়মান হোসেন ফাউন্ডেশন-তামাই), জনাব মোঃ হুমায়ন কবীর খান-(বিশিষ্ট ফুটবলার-গোল কিপার তামাই-সহকারী শিক্ষক তামাই আলিয়া মাদ্রাসা-পরিচালক প্রাইমিশিয়া কোচিং সেন্টার-তামাই), বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং সমাজ সেবক প্রসপারিনা সরকার-(সালদাইড়), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম হাজী মোঃ আবুল হোসেন মোল্লা-(আবু মোল্লা-বেতিল), মরহুম মোঃ ময়েন উদ্দিন প্রামাণিক-(মুরুব্বি ও সমাজসেবক গোপালপুর), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ কামরুজ্জামান লিচু সাহেব-(এম.ডি-ভাজন এ্যাপারেলস-ঢাকা-গোপালপুর), বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক-(গোপালপুর), জনাব আলহাজ্ব মোঃ আফছার আলী তালুকদার-(বিশিষ্ট তাতঁশিল্প ব্যবসায়ী ও সমাজসেবক-এনায়েতপুর), আলহাজ্ব মোঃ গোলাম তালুকদার-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-এনায়েতপুর), জনাব আলহাজ্ব মোঃ ফজলুর রহমান খান-(ব্যবসায়ী, মুরুব্বি ও সমাজসেবক-গোপালপুর), মরহুম আলহাজ্ব মোঃ সিদ্দিকুল ইসলাম ওলি-(বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক-এম.ডি প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল-গোপরেখী), মরহুম ফজল মল্লিক-(প্রভাষক-খামার গ্রাম ডিগ্রী কলেজ-নিবাস গোপরেখী), আলহাজ্ব মোঃ বেলাল হোসেন-(বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও সমাজসেবক), জনাব আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম-(বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক-ডিরেক্টর রাতুল ফেব্রিক্স-গোপরেখী), জনাব আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাহেব-(বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক-এম.ডি রাতুল নিট), আলহাজ্ব মোঃ ফয়সাল মল্লিক-(বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও সমাজ সেবক), আলহাজ্ব মোঃ আব্দুল মমিন-(বিশিষ্ট তাতঁশিল্প ব্যবসায়ী ও সমাজসেবক), আলহাজ্ব মোঃ আবদুল্লাহ প্রামাণিক-(বিশিষ্ট তাঁতশিল্প ব্যবসায়ী ও সমাজ সেবক এবং বিখ্যাত সুমী শাড়ির প্রডিউসার-গোপালপুর), হাফেজ মোঃ আব্দুল বাতেন-(মুহতামিম খামার গ্রাম-গোপালপুর এশায়াতুল উলুম মাদ্রাসা-গোপালপুর), জনাব মোঃ সোহেল রানা-(সিনিয়র অফিসার-মন্ডল গ্রুপ-সমাজ সেবক-খামার গ্রাম), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শহীদুল আলম লাকী-(চট্টগ্রাম-খামার গ্রাম), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ বাবুল হোসেন মোল্লা-(গোপালপুর), আলহাজ্ব মোঃ শওকত আলী সরকার-(আচ্চু সরকার-ব্যবসায়ী ও সমাজসেবক), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সেজবা উদ্দিন আহমেদ-(খামার গ্রাম), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ছানোয়ার হোসেন মোল্লা-(প্রবীণ আওয়ামীলীগ নেতা-বেতিল), বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ্ব মোঃ মোস্তাক আহমেদ-(খামার গ্রাম), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শরীফ তসলিম রেজা আলম-(চট্রগ্রাম-খামার গ্রাম), জনাব মোঃ লিয়াকত আলী-(প্রোপাইটর শায়ের এন্টারপ্রাইজ-ঢাকা-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-এনায়েতপুর-নিবাস খামার গ্রাম), মরহুম আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন দালাল-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক-এনায়েতপুর), লেখক ও শিক্ষানবিশ জনাব মোঃ এম. তাওহিদ হোসেন-(এনায়েতপুর), জনাব মোঃ হাবিবুর রহমান রাজিব-(সিনিয়র অফিসার-ব্রাক ব্যাংক-ঢাকা-নিবাস-খামার গ্রাম), জনাব মোঃ ফামিম আহমেদ শিশির-(সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার-রিচার্স এ্যান্ড ডেভোলোপমেন্ট ডিপার্টমেন্ট-রেনেটা লিমিটেড-রাজেন্দ্রপুর প্ল্যান্ট-ঢাকা-নিবাস এনায়েতপুর-খামার গ্রাম), ডাঃ নাদিয়া আফরিন এ্যানিএমবিবিএস-(গোপরেখী), কবি-সাহিত্যিক ও সাংবাদিক মোঃ মহসিন আলম মুহিন-(কাব্যগ্রন্থ “হৃদয়ের উষ্ণতা” ও সংকলন গ্রন্থ-“সময়”-যৌথকাব্যগ্রন্থ চল্লিশটির উর্ধ্বে-বিশেষ প্রতিনিধি বিকাল বার্তা-নিবাস খামার গ্রাম কলেজ পাড়া);- ও জেলার সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক জনাব ডাঃ মোঃ লুৎফর রহমান এমবিবিএস-(প্রতিষ্ঠাতা ডেফোডিল ক্লিনিক এ্যান্ড ডেফোডিল স্পেসালাইজড হাসপাতাল-খামার গ্রাম)- এরাও এ জেলার গুণীজন।।’

কবি গুরু রবীন্দ্রনাথ তার সাতটি বছর কাটান এই জেলায় সাহিত্য ও জমিদারির সমাচার।।

কবি গুরুর বিখ্যাত গ্রন্থ রচনা গল্পগুচ্ছ ও সোনারতরী এই জেলায় বসে লেখা,
পোস্ট মাষ্টার, ছিন্নপত্র, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, অতিথি, সমাপ্তি, এখানে বসেই কবির কলমে আঁকা।।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে কবির কাচারি বাড়ী;
কবির কাছে সবচেয়ে প্রিয় ছিলো এই জেলা তার লেখা ছিন্ন-পত্রে জানতে পারি।।

ইলিয়ট ব্রীজ, যমুনা সেতু, শাহ-মখদুমের মাজার, শাহ-কামালের মাজার, শাহ সুফী খাজা ইউনুস আলী-(রঃ) মাজার;
আরো দর্শনীয় স্থান ইকো পার্ক, যমুনা রিসোর্ট, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এ্যান্ড হাসাপাতাল দেখতে বড়ই বাহার।।

আরও জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনেক জ্ঞানী, অনেক গুণী, আছেন সেরার সেরা,
কঠিন কাজ সবার নাম আর পদবী যোগাড় করা;
আছেন আরও দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা, শিল্পপতি, আলেম ও সন্ন্যাসী,
সকলের তরে শ্রদ্ধা-ভক্তি এরা মোদের গর্ব
এরা মহান ও মহিয়সী,
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিবেন
সবে, আগামী দিনের লেখনীতে
যেন আরও পূর্ণতা আসে সেই কামনা রবে।।

বস্ত্র শিল্পের মনোরম এক শৈল্পিক জেলা আমার;
শাড়ী, লুঙ্গি, গামছা, ধুতি, রং-বেরঙের কাপড়ের সমাহার।।

সুজলা-সুফলা, শস্য শ্যামলা নদী মাতৃক ভুমি,
যমুনা নদীর সুখ-দুঃখ এসে জীবনকে যায় চুমি;
ভাঙ্গা গড়ার খেলা চলে যমুনার তীরে বসবাসে
তবুও নদীর মায়া নাহি ছাড়ে বসবাস কেঁদে হেসে।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহাত্মা গান্ধী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মোঃ আতাউল গনি ওসমানী, নেতাজী সুভাষ বোস আর জওহরলাল নেহেরু;
এদের আগমনে সরব ছিলো এ জেলার মাটি ও মানুষ-নয়তো এরা ভীরু।।

আরও এসেছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ, ফাতেমা জিন্নাহ, খাজা নাজিমুদ্দিন, মতিলাল নেহেরু, কাইয়ুম খান;
আরও এ মাটিতে পা রেখে ছিলেন ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসীম উদ্দীন, আবুল হাশিম, মাওলানা আকরাম খান, ও আব্দুল গাফফার খান।।

আমাদের সিরাজগঞ্জ এখন শিক্ষার সুন্দর মনোরম এক জেলা,
আছে এথায় সব ধরনের শিক্ষালয় এখানে বসে জ্ঞানের মেলা।।

আধুনিকতার ছোঁয়া জীবন ধারণের প্রয়োজনে সব কিছুই এখানে আছে;
তোমাদের জানাই নিমন্ত্রণ-এসো আমাদের জেলায়, এসো আমাদের কাছে।।

( বিঃ দ্রঃ একটা অনুরোধ থাকলো যদি আমার লেখার বাহিরে আরও কিছু বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তির নাম বাদ পড়ে থাকে তাহলে দয়া করে একটু কমেন্ট বক্সে জানাবেন আমি নিয়ে নেবো-আর আমার কোন ভুল হলে মার্জনা করবেন এবং পরামর্শ দিবেন)।।

দোয়ার দরখাস্তঃ-

## মহসিন আলম মুহিন।
গ্রামঃ- খামার গ্রাম কলেজ পাড়া।
থানাঃ- এনায়েতপুর।
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ।
বিভাগঃ- রাজশাহী।
দেশঃ- বাংলাদেশ।
মুঠোফোন – ০১৭১৬৯১৩৯৩৯ >>>>>>>>>>##

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ সকালের সংযোগ ২৪ এর একটি প্রতিষ্ঠান।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park