নওগাঁর নিয়ামতপুরে ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন ১৫ আগস্ট শোক দিবসের প্রস্তুতিমূলক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম কুমার দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রায়হান কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
“ ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। আজ সকালে মাছের পোনা অবমুক্ত করে আনুষ্ঠানিক মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মৎস সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মো. শরীফ উল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রায়হান কবির, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজনিন আরা খাতুন প্রমূখ।
এর আগে উপজেলা চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিরা। আলোচনা সভা শেষে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন প্রজাতির মাছ চাষে সফল হওয়ায় ৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।# ৩১ জুলাই ২০২৪ ইং